জেঁকে বসেছে শীত। শীত নিবারনে গরিব মানুষদের প্রস্তত অপ্রতুল।তীব্র শীতের প্রকোপে নিদারুণ কষ্ট ও দুঃসহ অবস্থায় পড়ে মানবেতর জীবনযাপন করছে দুস্থ, নিঃস্ব, ছিন্নমূল, গরিব, দুঃখী, বস্ত্রহীন, শিশু, বৃদ্ধ, নারী-পুরুষ।আর এ সময়ে প্রয়োজন অসহায় ও দুস্থ মানুষের শীতের কষ্ট লাঘবে সাহায্য, সহানুভূতি ও সহমর্মিতার মনমানসিকতা নিয়ে তাদের পাশে দাঁড়ানো।বিত্তবানদের যৎসামান্য ভালোবাসা ও সহানুভূতিই পারে শীতার্ত মানুষকে একটু উষ্ণতার পরশ দিতে।
মানবতাবোধ ও উদারনৈতিক মনমানসিকতা নিয়ে তীব্র শীতের এ সময়ে মানবেতর জীবনের মুখোমুখি শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা (পশ্চিম) ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা মনিরুল ইসলাম খান।
শুক্রবার (২৫ ডিসেম্বর) দিনভর উপজেলার বাঙ্গরা (পশ্চিম) ইউনিয়নের বিভিন্ন গ্রামে ৫ শতাধিক কম্বল শীতার্ত মানুষের মাঝে বতরণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, লিরা গ্রুপের ডিজিএম এ.কে. এম হাসান কবির, দলিল লেখক শামসুল আলম (মুক্তার), বিশিষ্ট সমাজ সেবক কাউছার আলম, ইউপি সদস্য নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী টিপু সুলতান, বিশিষ্ট ব্যবসায়ী হাজী জালাল উদ্দিন, মাওলানা বাছির হোসাইন, মিরপুর বাংলা কলেজ ছাত্রলীগের সহসম্পাদক শাহিদুল ইসলাম প্রমুখ।
Last Updated on December 25, 2020 9:09 pm by প্রতি সময়