ছবি: সহায়তা সামগ্রী নিয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা চেয়ারম্যাান আমিনুল ইসলাম টুটুল #
কুমিল্লা আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল বলেছেন, আমাদেরকে মানবিক হতে হবে। মানুষের বিপদে এগিয়ে আসা এবং সাধ্যমত সহযোগিতা করা মানবিক কাজের অংশ। মানবহিতৈষী সহযোগিতা মানুষ ও নৈতিকতার মধ্যে মূল্যবোধের মেলবন্ধন তৈরি করে।
শনিবার (৫সেপ্টেম্বর) কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের হাতিগাড়া গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এসময় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও কম্বল প্রদান এবং পুড়ে যাওয়া ঘর পুন:নির্মানে সরকারি অনুদান ঢেউটিন প্রদান করার আশ্বাস দেন চেয়ারম্যান টুটুল।
এসময় কালিরবাজার ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো.সেকান্দর আলী, উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব মো.আলমগীর হোসেন ঠিকাদার, জেলা ওলামা লীগ নেতা হাজী আবদুল মহি, আওয়ামী লীগ নেতা আবদুল ওহাব, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো.ইউনুছ,ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো.ফরহাদ হোসেন,স্থানীয় ইউপি সদস্য হুমায়ুন কবীরসহ স্থানীয় দলীয় নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের হাতিগাড়া গ্রামের হাজী মহিবুল্লার বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। নিমেষে পুড়ে ছাই হয়ে যায় ৪ রুমের টিনসেডের একটি ঘর এবং সেখানে থাকা ৫ টি ছাগল আগুনে পুড়ে মারা যায়। কুমিল্লা আদর্শ সদর উপজেলা পিআইও অফিসের কর্মকর্তা আবু মুছা সরকার অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতির প্রতিবেদন তৈরী করেন।
# দেশ–বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on September 5, 2020 1:45 pm by প্রতি সময়