কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনের এমপি অধ্যক্ষ আব্দুল মজিদ বলেছেন, শিক্ষার মানোন্নয়নে ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এছাড়াও শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে হবে। শিক্ষার্থীরা ঠিকমত স্কুলে আসা-যাওয়া, মনোযোগ সহকারে বাড়ির কাজ করা এ বিষয়গুলো শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের খেয়াল রাখতে হবে। পড়াশোনার ব্যাপারে অভিভাবকদের সাথে শিক্ষকদের মতবিনিময় সভা করা, তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা এগিয়ে যাবে।
শনিবার (২৪ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদের মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত কুমিল্লার মেঘনা উপজেলার শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেঘনা উপজেলা নির্বাহী অফিসার রেনু দাসের সঞ্চালনায় উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের নিয়ে শিক্ষার মানোন্নয়নে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.শফিকুল আলম, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, হোমনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান আবুল, মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ, প্রাথমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন প্রমুখ।
Last Updated on February 24, 2024 7:26 pm by প্রতি সময়