বিভিন্ন ক্যাম্পাসে ইফতার মাহফিল নিষিদ্ধের প্রতিবাদে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গণ-ইফতার কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (১৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের পুরাতন কেন্দ্রীয় খেলার মাঠে শাবিপ্রবি ও নোবিপ্রবিতে ইফতার পার্টিতে নিষেধাজ্ঞার প্রতিবাদে গণ-ইফতার কর্মসূচির আয়োজন করা হয়।
গণ ইফতারে অংশগ্রহণ করা অর্থনীতি বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী রাকিব খান বলেন, শাবিপ্রবি ও নোবিপ্রবি ক্যাম্পাসে ইফতার মাহফিল নিষিদ্ধের সিদ্ধান্ত অমানবিক, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এমন অস্থিতিশীল পরিবেশ তৈরি করার আসলে কোনো মানে হয় না। বিশ্ববিদ্যালয়কে অবশ্যই সকল বিষয়ে শিক্ষার্থী বান্ধব হতে হবে। এরই প্রতিবাদে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে গণ-ইফতার কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মো: ইশতিয়াক আহমেদ বলেন, ইসলাম ধর্মালম্বীদের জন্য এই মাসটি অনেক তাৎপর্যপূর্ণ এবং চিরকল্যাণকর আর ইফতার আমাদের জন্য বরকতময়। ইফতার বিষয়টি আমাদের সকলকে একত্রিত করে। বিশ্ববিদ্যালয় জীবনে পরিবার থেকে দূরে থেকে আমাদের সকলকেই প্রায় একা একা ইফতার করতে হয়। পরিবারের অনুপস্থিতি এ মাসে বোধ করি। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা আমরা সবাই ও কিন্তু একটা পরিবার। সে দিক বিবেচনা করেই আজ আমাদের এতো আয়োজন। এই গণ-ইফতার কর্মসূচি আজ আমাদের সকলকে এখানে একত্র করেছে। তাই আমি মনে করি, বিশ্ববিদ্যালয়ে ইফতার কর্মসূচি পালন ব্যাপক ভূমিকা পালন করে। আমাদের মধ্যে সম্প্রীতি এবং ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখবে এ আয়োজন।
গণ-ইফতার কর্মসূচিতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহন করে।
Last Updated on March 13, 2024 10:43 pm by প্রতি সময়