টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) প্রথম আলো বন্ধুসভার আয়োজনে তিনদিন ব্যাপী বইমেলা শুরু হয়েছে।
সোমবার (৪ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে তিনদিন ব্যাপী বইমেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ আর এম সোলাইমান, প্রক্টর অধ্যাপক ড. মীর মো. মোজাম্মেল হক, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন উদ্দিন, ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক শাকিল মাহমুদ শাওন, বিজিই বিভাগের সহকারী অধ্যাপক শাহীন মাহমুদ।
এছাড়াও উপস্থিত ছিলেন মাভাবীপ্রবি শাখা ছাত্রলীগ কমিটির সভাপতি মানিক শীল ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সহ অন্যান্যরা।
বইমেলার আয়োজক ‘প্রথম আলো বন্ধুসভা মাভাবিপ্রবি’ সভাপতি ইশতিয়াক আহমেদ জানান, প্রতিবছরের ন্যায় এবারও আমরা তিনদিন ব্যাপী বইমেলার আয়োজন করছি। প্রথম দিনেই পাঠকদের ব্যাপক সাড়া পাওয়া গেছে। প্রতি বছর বইমেলার আয়োজন হওয়াতে গত কয়েক বছরে মাভাবিপ্রবিতে অনেক পাঠক তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয় ও স্থানীয় লেখকরাও তাদের বই পাঠকদের কাছে মেলার মাধ্যমে সহজে পৌঁছে দিতে পারছেন। বইমেলা পাঠকদেরকে বইয়ের প্রতি আগ্রহ বাড়িয়ে দেয়।
ইশতিয়াক আহমেদ আরও বলেন, বই মানুষের চিন্তাভাবনা ও জ্ঞানধারণাকে বিস্তৃত করে তোলে, মানুষকে সুখী ও তৃপ্ত করে। বইমেলার মাধ্যমে একটি দেশের সাহিত্য-শিল্প-সাংস্কৃতির সাথে পরিচিত হওয়া যায়।
উল্লেখ্য, বন্ধুসভার তিনদিন ব্যাপী আয়োজিত এ বইমেলা চলবে আগামী বুধবার পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত স্টলগুলো খোলা থাকবে।
Last Updated on March 5, 2024 11:04 pm by প্রতি সময়