অবশেষে মামলাবাজ আজিজুল হক পাটোয়ারি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেফতার হয়েছেন। চাঁদপুরসহ দেশের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষকে মিথ্যা মামলায় হয়রানী, জেল খাটানো, আবার প্রতারণা করে অর্থ আদায়ের হোতা আজিজুলকে মঙ্গলবার (১৬ মার্চ) রাত ১১টায় রাজধানীর মতিঝিলের আরামবাগ থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) খিলগাঁও জোনাল টিম।
চাঁদপুরের এক নারীর প্রতারণা ও হয়রানির মামলায় আজিজুলকে গ্রেফতার করা হয়। আজিজুলের বাড়ি চাঁদপুরে। তার বিরুদ্ধে খিলগাঁও থানায় এক ভুক্তভোগী নারী মামলা করেন।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম-কমিশনার মাহবুব আলম গণমাধ্যমকে জানান, গ্রেফতার আজিজুলের সারাদেশে একটি মামলাবাজ সিন্ডিকেট রয়েছে। এই সিন্ডিকেটকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
মামলা সূত্রে জানা যায়, ওই নারীর সঙ্গে ২০১৬ সালে পরিচয় হয় আজিজুলের। নারীর পাওনা টাকা উদ্ধারে সহযোগিতার কথা বলে পাঁচ লাখ টাকা নেন আজিজুল। পরে টাকা ফেরত চাইলে ওই নারীর বিরুদ্ধে নারী পাচার, মাদক ব্যবসা, দেহ-ব্যবসাসহ নানা অভিযোগে পাঁচটি মিথ্যা মামলা করেন আজিজুল।
পুলিশ জানায়, ওই নারী ছাড়াও চাঁদপুরসহ দেশের বিভিন্ন এলাকার অসংখ্য মানুষ আজিজুলের মিথ্যা মামলায় হয়রানির শিকার হয়েছেন। এমনকি অনেকে জেল খেটেছেন। আজিজুলের মামলা ও অভিযোগগুলোর নথি পর্যালোচনা করে দেখা যায়, ঘটনা প্রায় কাছাকাছি হলেও থানা ও আসামি আলাদা। তবে মামলার সাক্ষী ঘুরে ফিরে কয়েকজনই।
Last Updated on March 18, 2021 11:21 am by প্রতি সময়