# কুমিল্লা ড্রাগন কারাতে অ্যাসোসিয়েশনের প্রশিক্ষনার্থীদের ব্ল্যাক বেল্ট প্রদান" />
বাংলাদেশ কারাতে ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও রেফারি কমিশনের চেয়ারম্যান তুলু উশ শামস বলেছেন,মার্শাল আর্ট শিল্প, ক্রীড়া ও আত্মরক্ষার কৌশল হিসেবে গোটা বিশ্বে জনপ্রিয়। মার্শাল আর্ট বা কারাতের করার ফলে আত্মরক্ষা ও সাহস সঞ্চার হয়, শারীরিক ব্যাধি দূর হয়, অপরাধমূলক মানসিকতা দূর হয়, মার্শাল আর্ট আনুগত্যশীল হতে শিক্ষা দেয়।
কুমিল্লার প্রশিক্ষনার্থীদের কথা উল্লেখ করে তুলু উশ শামস আরো বলেন, প্রান্তিক অঞ্চলের কারাতে প্রশিক্ষনার্থীদের জাতীয়পর্যায়ে আনার ব্যাপারে জেলার প্রশিক্ষকদের অনেক বেশি পরিশ্রম ও অগ্রগণ্য ভূমিকা রাখতে হবে। প্রশিক্ষনার্থীদের মনে রাখতে হবে তুমি যা শিখেছো তা যথেষ্ট নয়, তোমাকে আরো শিখতে হবে। জেলা পর্যায়ের উন্নত প্রশিক্ষন জাতীয় পর্যায়ে যাওয়ার জায়গাটাকে সমৃদ্ধ করবে।
শুক্রবার সকালে কুমিল্লা স্টেডিয়ামের জেলা ক্রীড়া সংস্থার ভবনে কুমিল্লা ড্রাগন কারাতে অ্যাসোসিয়েশনের প্রশিক্ষনার্থীদের ব্ল্যাক বেল্ট প্রদান ও তাদের অভিভাবক হিসেবে মাকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ড্রাগণ কারাতে অ্যাসোসিয়েশনের প্রধান প্রশিক্ষক বাংলাদেশ কারাতে ফেডারেশনের কোচ ও ডব্লিউকেএফ জাজ, এশিয়া কারাতে ফেডারেশনের ও রেফারি কমিশনের সদস্য এস ইসলাম শুভ’র সঞ্চালনায়
ও কুমিল্লা ড্রাগন কারাতে অ্যাসোসিয়েশনের সভাপতি তারিকুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন
সংগঠনের সহ-সভাপতি মোস্তাক আহমেদ হুমায়ুন, স ম শফিকুর রহমান, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রকিব ও সেনসি সাজ্জাদ হোসেন লিটন।
অনুষ্ঠানে ৪০ জন প্রশিক্ষণার্থীকে ব্ল্যাক বেল্ট ও বিভিন্ন পর্যায়ের ৫০ জনকে সনদ এবং অভিভাবক হিসেবে প্রশিক্ষনার্থীদের মাকে সম্মাননা পত্র দেওয়া হয়।
Last Updated on June 23, 2023 8:56 pm by প্রতি সময়