শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৬:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
গণহত্যা দিবস উপলক্ষে কুমিল্লায় আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লায় জেলের জালে ভয়ংকর সাকার মাছ কুমিল্লার মুরাদনগরে ৫৬ কেজি গাঁজা ও দেশিয় অস্ত্রসহ সাতজন গ্রেফতার কুমিল্লার বুড়িচংয়ে সমাজের সুবিধা বঞ্চিতরা পেলো মিথলমা সমাজ কল্যাণ ট্রাস্টের ইফতার সামগ্রী কুমিল্লার দাউদকান্দিতে তিশা বাসের চাপায় অটো রিকশার দুই যাত্রী নিহত ব্রাহ্মণপাড়ায় নানা আয়োজনের মধ্যদিয়ে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত কুমিল্লা পুলিশ লাইন্স মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত অনুশীলন ও অধ্যাবসায়ে গুরুত্ব দিয়ে জীবন গড়ে তুলতে হবে : দি অপটিমিষ্টস্ বাংলাদেশ’র মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তারা ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলো সুন্দরভাবে বাঁচার সাহস পাবে : আবুল হাসেম খান এমপি কুমিল্লার বুড়িচংয়ে ৯৯ পরিবার পেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর দাউদকান্দিতে ১৩০ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহারের ঘর মুন্সিগঞ্জে বেওয়ারিশ তালিকার লাশটি কুমিল্লার মুরাদনগরের প্রকৌশলী ইমতিয়াজের কুমিল্লার ছয় উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা প্রধানমন্ত্রীর মুরাদনগরে বিশ্ব পানি দিবসে আলোচনা ও র‍্যালী অনুষ্ঠিত আসুন রমজানে অসহায় মানুষের পাশে দাঁড়াই : মুরাদনগরে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন  মুরাদনগরে চতুর্থ দফায় ভূমিহীন ১১৫ পরিবার পাবে নতুন ঘর সাধারণ শিক্ষার পাশাপাশি মাদরাসা শিক্ষার গুরুত্ব অনেক : আবুল হাসেম খান এমপি দাউদকান্দিতে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে স্কুল ফিডিং প্রোগ্রাম অনুষ্ঠিত হোমনায় জমকালো আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কুমিল্লা শিক্ষা বোর্ডের উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন 

মালদ্বীপে প্রবাসীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি এমপি বাহারের অনুরোধ : ইতিহাস ঐতিহ্যের ধারক-বাহক কুমিল্লা নামেই বিভাগ দেওয়া হোক

প্রতিসময় রিপোর্ট
  • আপডেট টাইম রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ১৩২ দেখা হয়েছে
মালদ্বীপের মালে ক্রিকেট স্টেডিয়ামে ‘বাংলাদেশ কালচারাল নাইট’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কুমিল্লা-৬ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার ।

কুমিল্লার গণমানুষের নেতা, কুমিল্লা-৬ আসনের এমপি ও মহানগর আওয়ামী লগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার বর্তমানে মালদ্বীপ সফরে রয়েছেন।কুমিল্লা নামে বিভাগের দাবীর প্রতি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বৃহত্তর কুমিল্লাবাসীর অকুষ্ঠ সমর্থন গোটা দেশবাসীর সামনে তুলে ধরতে তিনি এর আগেও ইউরোপ ও সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন।আর এসব দেশে বৃহত্তর কুমিল্লার প্রবাসীদের ব্যাপক সাড়া পাচ্ছেন।

 

গত শুক্রবার (৩০ সেপ্টেম্বর)মালদ্বীপের মালে ক্রিকেট স্টেডিয়ামে ‘বাংলাদেশ কালচারাল নাইট’ নামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ভিউ কন্সট্রাকশন ও বৃহত্তর কুমিল্লা মালদ্বীপ প্রবাসী নামে দুটি সংগঠন। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার এমপি। বিশেষ অতিথি ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ।

 

প্রধান অতিথির বক্তব্যে এমপি বাহার যখন কুমিল্লা নামে কেন বিভাগ করতে হবে- তার পক্ষে যুক্তি তুলে ধরেন তখন পুরো অনুষ্ঠানটিই কুমিল্লা নামে বিভাগ প্রতিষ্ঠার দাবির অনুষ্ঠানে পরিণত হয়।

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ রেখে এমপি বাহার তার বক্তব্যে বলেন,কুমিল্লা ইতিহাস ঐতিহ্যের জেলা । অসংখ্য জ্ঞানী- গুণী, দানবীর, শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধাদের জন্ম কুমিল্লার মাটিতে। জাতির পিতা এই কুমিল্লার মাটিতে পা রেখেছিলেন।জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনের একটি বড় অংশ জড়িয়ে রয়েছে কুমিল্লায়। উপমহাদেশের সঙ্গীত ব্যক্তিত্ব শচীন দেব বর্মনের জন্ম এই কুমিল্লায়।নারী জাগরণের অগ্রদূত নওয়াব ফয়েজুন্নেসা চৌধুরাণীর জন্মস্থান কুমিল্লায়।

এই কুমিল্লা খুনি খন্দকার মোস্তাকের কেন হবে ? আমরা আশা করছি, খুনি মোশতাকের জন্মস্থান ভেবে নয়, ইতিহাস-ঐতিহ্যের ধারক-বাহক আর আপামর বৃহত্তর কুমিল্লাবাসীর প্রত্যাশাকে বিবেচনা করে আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী কুমিল্লা নামেই বিভাগ ঘোষণা করবেন।

 

এসময় মালদ্বীপে কর্মরত কুমিল্লার প্রবাসীরা ‘কুমিল্লা নামেই বিভাগ ঘোষণা করা হোক, কুমিল্লাকে আমরা বিভাগ হিসেবে দেখতে চাই… এভাবেই সমবেত কণ্ঠে কুমিল্লা নামে  বিভাগ ঘোষণার দাবির প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন জানান দেন।

 

কুমিল্লা বিভাগ বাস্তবায়ন পরিষদ, মালদ্বীপ শাখার আহ্বায়ক ও ভিউ কন্সট্রাকশনের চেয়ারম্যান দুলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- হাইকমিশনার অফিসের প্রথম সচিব মোহাম্মদ সোহেল পারভেজ, গ্লোবাল রিচ ট্যুর অ্যান্ড ট্রাভেলস প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান, সোহেল রানা (সিআইপি), মালদ্বীপের টেলিকমিউনিকেশন ধিরাগু অ্যান্ড মালদ্বিভিয়ান এয়ারলাইন্সের কর্মচারী ও ঢাকা ট্রেডার্সের চেয়ারম্যান বাবুল হোসেন, এনবিএল মানি ট্রান্সফার সিইও মাসুদুর রহমান, মালদ্বীপের ব্যবসায়ী মজিবুর রহমান।

 

এর আগে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন পরিষদ, মালদ্বীপ শাখার আহ্বায়ক ও ভিউ কন্সট্রাকশনের চেয়ারম্যান দুলাল হোসেনের নেতৃত্বে কুমিল্লা নামে বিভাগের দাবীতে পাঁচ হাজার স্বাক্ষর সংবলিত একটি স্মারকলিপি মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের  হাইকমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর দেওয়া হয়।

Last Updated on October 2, 2022 11:48 am by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102