মাস্ক পরা নিয়ে মানুষের মাঝে উদাসিনতা দেখা দিয়েছে।কিন্তু এরই মধ্যে বাংলাদেশেও করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের আভাস দেখা দিয়েছে। বিভিন্ন জেলায় সংক্রমণের হারও বাড়ছে।ভ্যাকসিনের বিকল্প হিসেবে এখন মাস্ক এবং স্বাস্থ্যবিধি মেনে চলাই বড় ভরসা।অথচ সাধারণ মানুষ জীবন যাত্রা স্বাভাবিক হওয়ার পর মাস্ক এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে উদাসিনতা দেখাচ্ছে।
এমন অবস্থায় করোনাভাইরাসের দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ ঠেকাতে কঠোর অবস্থানে যাচ্ছে বিভিন্ন জেলার প্রশাসন।
সোমবার (৯ নভেম্বর) খুলনা জেলা প্রশাসন কঠোরভাবে মাঠে নেমেছে।মাস্ক না পরে বাইরে বের হওয়া ব্যক্তিদের আটক ও জরিমানা করা হচ্ছে।
ওইদিন সকাল ১০টা থেকে খুলনা মহানগরের দুটি স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। প্রথম এক ঘণ্টাতেই অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। এছাড়াও আটজনকে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইউসুপ আলী বলেন, করোনাভাইরাসের দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ ঠেকাতে কঠোর অবস্থান নেয়া হয়েছে। জেলা আইন-শৃঙ্খলা কমিটির বৈঠক অনুযায়ী মাস্ক না পরে ঘর থেকে বের হওয়া ব্যক্তিদের কারাদণ্ড দেয়া হবে। এর আগে প্রথম পর্যায়ে সংক্রমণ ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে অনেক ব্যক্তিকে জরিমানা করা হয়েছিল কিন্তু তাতে মানুষের মধ্যে সচেতনতা আসেনি। এ কারণেই এমন কঠিন সিদ্ধান্ত নেয়া হয়েছে। মাস্ক না পরে বাইরে আসা ব্যক্তিদের প্রাথমিকভাবে আটক করা হচ্ছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেয়া হবে।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিন। এছাড়া protisomoy news ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও বেলবাটন ক্লিক করে নতুন নতুন নিউজ পেতে অ্যাকটিভ থাকুন।
Last Updated on November 9, 2020 12:42 pm by প্রতি সময়