কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নেত্রকোণা শিক্ষার্থীদের সংগঠন নেত্রকোণা স্টুডেন্টস এসোসিয়েশনের ২০২৪ সালের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছে লোক প্রশাসন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শেখ মো. মাহাবুব হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছে নৃবিজ্ঞান বিভাগের একই বর্ষের শিক্ষার্থী রাকেস দাস।
বুধবার ( ২০ মার্চ) সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। আগামী ১ বছরের জন্য এ কমিটি দায়িত্ব পালন করবে।
নব গঠিত কমিটির সহ সভাপতি হলেন, ইমন আকন্দ, সোহাগ আহম্মেদ, ফারজানা রূপা,সজিব চন্দ্র দাস, পারভিন খাতুন, শাহীন আলম খান হৃদয়, এইচ এম পিয়াস,তামিম মিয়া, তানভীর আহম্মেদ, ফাহিম মোরশেদ, ফাহিম মুনতাসির, বায়েজিদ হাসান, তৌফিকুল ইসলাম রনি, এমদাদুল হক, সাবিকুর নাহার ডলি, নাজ-ই-নুর আনিশ, সুমন দত্ত।
যুগ্ম সাধারন সম্পাদক পদে মনোনীত হয়েছে সাদির আহম্মেদ, সজিব সরকার প্রিয়, হীরক হাসান হীরা,আরিয়ান অঞ্জন, তাসনিম হক অনন্যা,রাফাত মিয়া, সজীব জয়, তানিম ফকির, খাদিজা আক্তার, তাজিন মীম, সুমাইয়া শারমিন, হারিস উদ্দিন, আদ্রিয়ান তানজুম সুমা, আবু ইউসুফ, গৌতম সূত্রধর, তাহরিমা খানম মুক্তি, রিতু, ওয়ালিউল্লাহ।
সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছে নাইম খান, রকি উল হাসান, ইসমাইল কাজী, আল মোজাহিদ ফাহিম, নাফিস মাহমুদ খান, জাকিয়া সুলতানা, মোফাজ্জ্বল।
কমিটির সদস্যরা হলেন, দপ্তর সম্পাদক: মোঃ হুমায়ুন কবির, প্রচার সম্পাদক: প্রিয়াংকা পিংকি, অর্থ সম্পাদক: ওয়াহিদুজ্জামান খান দীপ্ত, ছাত্র বিষয়ক সম্পাদক: নীরব আহমেদ হৃদয়, ছাত্রী বিষয়ক সম্পাদক: মোহসিনা আনজুম নোভা, ধর্ম বিষয়ক সম্পাদক : মোঃ হোসাইন, ক্রীড়া বিষয়ক সম্পাদক: আবু সুফিয়ান জাকি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: চৈতি পাল, আপ্যায়ন বিষয়ক সম্পাদক: হানিফুর রহমান ইমন,শিক্ষা বিষয়ক সম্পাদক: তামান্না ইসলাম।
Last Updated on March 20, 2024 2:30 pm by প্রতি সময়