[লাখো মানুষের চোখের পানিতে সিক্ত ভালোবাসায় শেষ বিদায়]" />
বর্ষীয়ান রাজনীতিক কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের এমপি, সাবেক ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আলী আশরাফকে সমাহিত করা হলো তার বাবা-মায়ের কবরের পাশেই।
শনিবার (৩১ জুলাই) চতুর্থ জানাজা শেষে চান্দিনার গল্লাই ইসমাইল দাখিল মাদরাসা মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে তাকে ওই মাদরাসা মাঠেই বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আলী আশরাফকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়। এর আগে শুক্রবার (৩০ জুলাই) বাদ এশা রাজধানীর গুলশান আজাদ মসজিদ প্রাঙ্গণে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
শনিবার সকালে এমপি আলী আশরাফের মরদেহ লাশবাহী ফ্রিজিং গাড়ীতে চান্দিনা উপজেলা সদরে তার প্রতিষ্ঠিত চান্দিনা মহিলা কলেজ মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে বেলা সাড়ে ১১টায় দ্বিতীয় জানাজা হয়। বাদ জোহর দোল্লাই নোয়াবপুর আহসান উল্লাহ্ উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় জানাজা এবং বাদ আসর গল্লাই ইসমাইল দাখিল মাদরাসা মাঠে চতুর্থ জানাজা হয়। সকাল থেকে প্রতিকূল পরিবেশে বৃষ্টি উপেক্ষা করে চান্দিনার তিনটি জানাজায় লাখো মানুষের চোখের পানিতে সিক্ত ভালোবাসায় শেষ বিদায় জানানো হয় এমপি আলী আশরাফকে।
দীর্ঘ ৬০ বছরের রাজনীতিক জীবনে অধ্যাপক আলী আশরাফ ছিলেন নিবেদিত প্রাণ ও বঙ্গবন্ধু আদর্শের সৈনিক। আজীবন মানুষের সেবা করেছেন। মহামারী করোনা ভাইরাসের এই পরিস্থিতিতে লকডাউনের মধ্যে তার জানাজা জানান দিল কতোটা আপন ছিলেন তিনি গণমানুষের।
কুমিল্লার চান্দিনার প্রতিটি জানাজাতে অধ্যাপক আলী আশরাফ এমপি পুত্র চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও এফবিসিসিআই এর পরিচালক মুনতাকিম আশরাফ টিটু তার বাবার স্মৃতি চারণ করে উপস্থিত মুসল্লীদের কাছে দোয়া কামনা করেন।
এদিকে চান্দিনা মহিলা কলেজ মাঠে জানাজা শেষে শ্রদ্ধা নিবেদন করেন- লিবারেল ডেমোক্রেটিক পার্টি’র (এলডিপি) মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ, কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, জেলা পুলিশ সুপার মো. ফারুক আহম্মেদ, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জি. আব্দুস সবুর, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সহ- অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের পক্ষে নেতা-কর্মীরা, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সভাপতি মু. রুহুল আমিন, সহ-সভাপতি এ্যাডভোকেট নিজামুল হক, সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার, চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, মুরাদনগর উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম কিশোর, দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বুড়িচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আখলাক হায়দার, চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার আশরাফুন নাহার, কুমিল্লা চেম্বার অব কমার্স সভাপতি মাসুদ পারভেজ খান ইমরান, সিনিয়র সহকারি পুলিশ সুপার (দাউদকান্দি ও চান্দিনা সার্কেল) মো. জুয়েল রানা, চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামসুউদ্দিন মোহাম্মদ ইলিয়াছ, চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম, চান্দিনা উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মুন্সী, চান্দিনা পৌর মেয়র মো. শওকত হোসেন ভূইয়া, পৌর আওয়ামীলীগ সভাপতি মো. আবদুল জলিল কমিশনার, সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মো. মফিজুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ আহ্বায়ক ও চান্দিনা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. মোসলেহ্ উদ্দিন মোসলেম, উপজেলা কৃষকলীগ আইন বিষয়ক সম্পাদক ও কুমিল্লা জজ কোটের সিনিয়র আইনজীবী শাহজালাল মিঞা শিপন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ নেতা মজিবুর রহমান, কাজী গোলাম দস্তগীর পাপন সহ কুমিল্লা উত্তর জেলা, বিভিন্ন উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, শুক্রবার (৩০ জুলাই) বিকাল ৩টা ৩০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন কুমিল্লা-৭ (চান্দিনা) আসন থেকে পাঁচবার নির্বাচিত প্রবীণ ওই সংসদ সদস্য অধ্যাপক মো. আলী আশরাফ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on July 31, 2021 8:15 pm by প্রতি সময়