শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৪:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার সাত ইউএনও-ওসির রদবদল জীবনের প্রতিটি ক্ষেত্রেই তথ্যের আবশ্যকতা রয়েছে : বাউবি কুমিল্লা অঞ্চলের পরিচালক হিমেল-তৌসিফের নেতৃত্বে কুবি আইটি সোসাইটি কুমিল্লা এলজিইডিতে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সভা অনুষ্ঠিত আজ ঐতিহাসিক ৮ ডিসেম্বর, কুমিল্লা মুক্ত দিবস পেশাগত স্বচ্ছতাই পারে সমাজে সত্য ও সুন্দর প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখতে : কুমিল্লা প্রেসক্লাব সভাপতি কুমিল্লা শিক্ষা বোর্ডে মহান বিজয়ের মাস জুড়ে কর্মসূচির উদ্বোধন কুমিল্লা নগরীর উনাইসারে বাসে আগুন দেবিদ্বার আসনের স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদকে হুমকি : স্বেচ্ছাসেবকলীগ নেতাকে নির্বাচনি অনুসন্ধান কমিটির নোটিশ ব্রাহ্মণপাড়ায় বাল্য বিয়ে থেকে রক্ষা পেল সপ্তম শ্রেণীর ছাত্রী কুবিতে ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ফিন্যান্স ও বাংলা বিভাগ দলবদল ডিগবাজি নয়, সাংবিধানিক অধিকার : ব্যারিস্টার শাহজাহান ওমর মুরাদনগরে পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে সেবা প্রত্যাশি ও গ্রাহকদের নানা অভিযোগ কুমিল্লার ১১টি আসনে নির্বাচনি নির্বাচনপূর্ব অনিয়ম প্রতিরোধ ও নিয়ন্ত্রণে অনুসন্ধান কমিটি জীবনধারার পরিবর্তনই নিজের ও পরিবারের সবার হার্টকে সুস্থ রাখবে : ডা. তৃপ্তীশ কুমিল্লার ১১টি আসনে ৫৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণা কুমিল্লার ৫টি সংসদীয় আসনে ২৯ জনের মনোনয়ন বৈধ, বাতিল ও স্থগিতের তালিকায় হেভিওয়েট ৯ স্বতন্ত্র প্রার্থী দাউদকান্দি-তিতাস এলাকায় মেরিন ফিশারী একাডেমি প্রতিষ্ঠা করা হবে : ইঞ্জিনিয়ার সবুর ভূমিকম্পে কুবির আবাসিক হলের দেয়ালে ফাটল মনোনয়ন বাতিলের ষড়যন্ত্র চলছে, সংবাদ সম্মেলনে কুমিল্লা-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী টিটুর অভিযোগ

মিউজিসিয়ান পার্থ-হানিফের মৃত্যু : চালকের সর্বোচ্চ শাস্তির দাবীতে কুমিল্লার রাজপথে শিল্পী ও সাংস্কৃতিক কর্মীরা

প্রতিসময় রিপোর্ট
  • আপডেট টাইম সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ১৭১ দেখা হয়েছে
# সড়ক দুর্ঘটনায় দেশের খ্যাতনামা দুই মিউজিসিয়ানের নিহতের ঘটনায় নিরাপদ সড়ক ও ঘাতক চালকের শাস্তির দাবীতে কুমিল্লা নগরীতে কন্ঠশিল্পী, মিউজিসিয়ান, সাউন্ড ব্যবসায়ি ও সাংস্কৃতিক কর্মীদের মানববন্ধন।

কুমিল্লার কৃতি সন্তান দেশের খ্যাতনামা দুই মিউজিসিয়ান পার্থ প্রতিম গুহ ও হানিফ আহমেদ সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় কুমিল্লার শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনগুলো নিরাপদ সড়ক ও বেপোরোয়া গতিতে চালানো লরি চালকের সর্বোচ্চ শাস্তির দাবীতে মানববন্ধন করেছেন। এছাড়ও এবিষয়ে কুমিল্লা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

# কুমিল্লার শিল্পী সমাজের পক্ষে পুলিশ সুপার ফারুক আহমেদের কাছে স্মারকলিপি প্রদান।

সোমবার (২২ মার্চ) সকাল দশটা থেকে ঘন্টাব্যাপী মানববন্ধনে শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গণের ব্যক্তিরা নিরাপদ সড়ক ও সড়কে নিরাপদ চালক নিশ্চিতের দাবীতে সংহতি প্রকাশ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন-কুমিল্লা জেলা কালচারাল অফিসার আয়াজ মাবুদ, সাবেক কালচারাল অফিসার বশিরুল আনোয়ার, নাট্যাভিনেতা ও নির্দেশক শাহজাহান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মিয়া মো. আলাউদ্দিন, সাংস্কৃতিক সংগঠক ও চারুকলা শিল্পী চন্দন রায়, নিরাপদ সড়ক চাই (নিসচা) কুমিল্লা শাখার সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক সাদিক মামুন, কুমিল্লা সংস্কৃতি সংসদের সভাপতি আবুল কাশেম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আচিন্ত্য কুমার দাস, নিরাপদ চালক চাই সংগঠনের সাধারণ সম্পাদক আজা সরকার লিটন, হেদায়েত রসুল মসু, সাংবাদিক ও সাংস্কতিক সংগঠক দেলোয়ার হোসেন জাকির, মানবাধিকারকর্মী আবদুল হান্নান, বি-মিডিয়ার কর্ণধার বিল্লাল হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি খোনক চন্দ্র দে প্রমুখ।

বক্তারা নিরাপদ সড়ক, দক্ষ চালক, সড়ক-মহাসড়কে ক্রটিমুক্ত যানবাহন চলাচল ও কয়েকটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাপদ সড়কের দাবীতে গড়ে ওঠা আন্দোলনের প্রেক্ষিতে পাশ হওয়া সড়ক পরিবহন আইনের যুগোপযোগী সংস্কার ও বাস্তবায়নের এবং দেশের খ্যাতনামা দুই মিউজিসিয়ান পার্থ প্রতিম গুহ ও হানিফ আহমেদের অকাল মৃত্যুর জন্য লরি চালককে দায়ী করে তার সর্বোচ্চ শাস্তির দাবী জানান।

এদিকে মানববন্ধনে কুমিল্লার জনপ্রিয় কন্ঠশিল্পী ইসতিয়াক পল্লব, জিয়াউর রহমান জসিম, ওয়াসিম, আদিল, গিটারিস্ট ডি সেন্টু বক্তব্যে বলেন, সঙ্গীতজ্ঞ শচীন দেব বর্মন, সুর স¤্রাট আলাউদ্দিন খাঁ, ওস্তাদ আয়েত আলী খাঁ, ওস্তাদ মোহাম্মদ হোসেন খসরু, ওস্তাদ মিলন আহমেদের উত্তরসুরিরা যখন মহাসড়কে লাশ হয়ে ঘরে ফিরে তখন কুমিল্লার শিল্পী সাংস্কৃতিক কর্মীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়

মানববন্ধনে অংশগ্রহণ করেন- সম্মিলিত সাংস্কৃতিক জোট, দ্যা কালচারাল ফাউন্ডেশন, কালিপদ মেমোরিয়াল একাডেমী, বৈশাখি সামাজিক সাংস্কৃতিক সংগঠন, অধুনা থিয়েটার, নিরাপদ চালক চাই, ডিকে ফোর ড্যান্সসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও কুমিল্লার কন্ঠশিল্পী ও বাদ্যযন্ত্র শিল্পী এবং সাউন্ড সিস্টেম প্রতিষ্ঠানসূমহ।

মানববন্ধন শেষে কুমিল্লা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে নিরাপদ সড়ক ও বেপোরোয়া চালকের শাস্তির দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেন কুমিল্লার শিল্পী সমাজের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ১৩ মার্চ শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম মীরসরাইয়ে সোনাপাহাড় এলাকায় মাইক্রোবাস ও উল্টোদিক থেকে আসা বেপোরোয়া গতির লরির সংঘর্ষে দেশের খ্যাতনামা দুই মিউজিসিয়ান পার্থ প্রতীম গুহ ও হানিফ আহমেদ নিহত হন। হানিফ আহমেদ অক্টোপ্যাড ও পার্থ প্রতীম গুহ ড্রাম বাজাতেন। তাদের অকাল মৃত্যুতে দেশের শিল্পী সমাজে শোকের ছায়া নেমে আসে।

# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

Last Updated on March 22, 2021 9:32 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102