ঘূর্ণিঝড় মিধিলির কারণে কুমিল্লা মুরাদনগর উপজেলায় প্রায় ৫৪ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ফসলে মধ্যে রয়েছে আমন ধান, খেসারী ডাল, শীতকালীন সবজি, সরিষা, মরিচ, পেপে, কলা, ধনীয়া, মশুর, মটরডাল।
উপজেলা কৃষি অফিসার তথ্য মতে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে ২২ লাখ ৮০ হাজার ৩৯০ টাকার ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ধান চাষিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন উপজেলা কৃষি অফিস অধিদপ্তর।
চাষিরা জানান, মিধিলার প্রভাবে বৃষ্টি ও ঝড়ে সবজি, ধানের ক্ষেত ও বোরো ধানের বীজতলা নষ্ট হয়েছে। এই ক্ষতি পুষিয়ে নিতে অনেক কষ্ট হবে।
মুরাদনগর উপজেলার কাশিপুর গ্রামের কৃষক রমজান আলী বলেন, তিন বিঘা জমিতে আমন ধান লাগিয়েছিলাম। ভালোই ফলন হয়েছিল। কিন্তু ঘূর্ণিঝড়ের কারনে সব ধান নুয়ে পড়েছে। ধানের ফলন অর্ধেকে নেমে আসবে। শেষ মুহূর্তে দুর্যোগের ক্ষতি কোনোভাবে পোষানো যায় না।
বোরো ধান চাষী বশির মিয়া বলেন, প্রায় ১০ কেজি ধানের বীজ তলা নষ্ট হয়ে গেছে। এখন আবার ধান কিনে নতুন করে বীজতলা প্রস্তুত করতে হবে। আর্থিক ক্ষতির পাশাপাশি ধান রোপনেও পিছিয়ে গেলাম।
কৃষক মোফাজ্জল হোসেন বলেন, বৃষ্টির সঙ্গে ঝড়ো বাতাসে আমার শতাধিক পেপে গাছ পড়ে গেছে। প্রতিটি গাছেই পেপে ছিল। এখন অনেক কম দামে কাচা পেপে বিক্রি করতে হয়েছে।
মুরাদনগর উপজেলা কৃষি অফিসার পাভেল খাঁন পাপ্পু বলেন, ঘূর্ণিঝড় মিধিলির কারণে সৃষ্ট ঝড়ো বাতাস ও বৃষ্টিতে উপজেলায় প্রায় ৫৪ হেক্টর জমির ফসল ক্ষয়ক্ষতি হয়েছে। বেশি ক্ষতি হয়েছে ধান চাষিরা। ঝড়ে কাঁচা ও আধা পাকা আমন ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। যে পরিমাণ ফসল ক্ষতি হয়েছে টাকার পরিমাণের দিক থেকে ২২ লাখ ৮০ হাজার ৩৯০ টাকা হবে। ক্ষতিগ্রস্থ কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে।
Last Updated on November 19, 2023 7:08 pm by প্রতি সময়