ফাইলছবি: সি আর দত্ত বীর উত্তম #
বীর মু্ক্তিযোদ্ধা সি আর দত্ত আর নেই। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও মুক্তিযুদ্ধকালীন ৪ নম্বর সেক্টরের কমান্ডার মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত (সি আর দত্ত) বীর উত্তম ৯৩ বছর বয়সে সবাইকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। ওই হাসপাতালে তিনি নানা রোগে আক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে ছিলেন।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত।
উল্লেখ্য, চিত্তরঞ্জন দত্ত ১৯২৭ সালের ১ ফেব্রুয়ারি হবিগঞ্জের চুনারুঘাটে জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তিনি ৪ নম্বর সেক্টরের দায়িত্বে ছিলেন। মুক্তিযুদ্ধে অনন্য কৃতিত্বের জন্য তাঁকে বীর উত্তম খেতাব দেওয়া হয়। ঢাকার কাঁটাবন থেকে কারওয়ান বাজার সিগন্যাল পর্যন্ত সড়কটি ‘বীর-উত্তম সি আর দত্ত’ সড়ক নামে নামকরণ করা হয়।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on August 25, 2020 4:36 am by প্রতি সময়