নতুনধারার অনলাইন নিউজপোর্টাল ‘প্রতিসময়’ আজ শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। এ নিউজপোর্টালের সাফল্য কামনা করে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন একসময়কার তুখোড় ছাত্রনেতা কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাত। আজ (শুক্রবার ১০জুলাই) সন্ধ্যায় পাঠানো শুভেচ্ছা বার্তায় তিনি জানান-
‘তথ্য প্রযুক্তির উৎকর্ষতায় ছুটে চলছে বাংলাদেশ। চলমান প্রযুক্তি নির্ভর এদেশে বর্তমান সময়ে অনলাইন সংবাদের গুরুত্ব পাঠক চাহিদার কারণে অনেকাংশে বেড়েছে।ঘটে যাওয়া খবরগুলো মূহুর্তেই অনলাইন পোর্টালের বদৌলতে ক্লিক করলেই চোখের সামনে ভেসে উঠছে।আবার এসব সংবাদ সবার সাথে বিভিন্ন মাধ্যমে শেয়ার করার জন্য অনলাইন পোর্টাল বেশ জনপ্রিয়তা পাচ্ছে। দ্রুত সংবাদ পৌছে দিচ্ছে মানুষের দোরগোড়ায়।
প্রাচীন সভ্যতার ঐশ্বর্যমন্ডিত জেলা কুমিল্লা। গর্ব করার মতো আমাদের রয়েছে ময়নামতির শালবন বৌদ্ধবিহার, ঐতিহাসিক টাউনহল, কুমিল্লা ক্লাব, বার্ড, খাদি, হস্তজাত ও মৃৎশিল্প এবং সুলতানি, মোঘল আমলের মুসলিম কীর্তি। রয়েছে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাসে কুমিল্লার বীর সন্তানদের অবদান।
আর কুমিল্লা নামের এই ঐতিহাসিক জেলা থেকে ‘সত্যনির্ভর খবরের বাতিঘর’ এ শ্লোগানকে ধারণ করে বিশিষ্ট আলোকচিত্রী, লেখক ও অভিনেতা শাহজাহান চৌধুরী এবং এপেশায় দীর্ঘদিনের অভিজ্ঞতায় মেধাবী ও সাহসী সাংবাদিক সাদিক মামুনের হাত ধরে আজ ১০জুলাই শুক্রবার ঘরোয়া পরিসরে আনুষ্ঠানিকভাবে একজন শ্রদ্ধাভাজন মায়ের হাতের ছোঁয়ায় ইন্টারনেট জগতে প্রবেশ করলো অনলাইন নিউজপোর্টাল ‘প্রতিসময়’।এ নিউজপোর্টালের সাফল্য কামনা করছি।
আমার বিশ্বাস, অপসাংবাদিকতা রোধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় এই অনলাইন নিউজপোর্টালটি হবে নিরপেক্ষ ও গণমানুষের কন্ঠস্বর এবং তথ্য-প্রযুক্তির এসময়ে ‘প্রতিসময়’ নিউজপোর্টালটি ঘিরে বর্তমান ও নতুন প্রজন্ম দেখবে আলোর পথ।
আর প্রত্যাশা থাকবে, ‘প্রতিসময়’ নিউজপোর্টালটির ভেতরে যেনো টিকে থাকে দায়িত্বশীল সাংবাদিকতা।যা আঁকড়ে ধরে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত দেশপ্রেম আর দায়বোধে জেগে ওঠবে ‘প্রতিসময়’ নিউজপোর্টালের সংবাদকর্মীরা।’
Last Updated on July 21, 2020 3:30 pm by প্রতি সময়