কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান এমপি বলেছেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তারা জাতির বিবেক। তাদেরকে যথাযথ সম্মান ও মূল্যায়ন করতে হবে। মুক্তিযোদ্ধারা জাতির ক্লান্তিলগ্নে দেশ স্বাধীন করেছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীনে ঝাঁপিয়ে পড়েছে। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে সোনার বাংলা গড়তে নিরলস কাজ করে যাচ্ছেন।
রোববার বিকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এডভোকেট আবুল হাসান খান আরো বলেন, মুক্তিযুদ্ধ আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন। মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে হবে। মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখতে সবাইকে কাজ করতে হবে। ইতিহাস বিকৃতির চেষ্টা হয়েছে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে।
উপজেলা প্রশাসনের আয়োজনে মোশাররফ হোসেন খান চৌধুরী কলেজে অনুষ্ঠিত ইফতার মাহফিল ও মুক্তিযোদ্ধাসংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের, সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ কাউছার হামিদ, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ তাহমিনা হক পপি,ব্রাহ্মণ পাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল।
অনুষ্ঠানে ব্রাহ্মণপাড়া উপজেলার শহীদ মুক্তিযোদ্ধা, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের, সম্মাননা স্মারক, সনদ ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ইদ্রিস মিয়া মাষ্টার ও হাজী নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা বীর বিক্রম আব্দুল বারী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হাসনাত মহিউদ্দিন মুবিন, ইউপি চেয়ারম্যান যথাক্রমে মোঃ জহিরুল হক, মোঃ ফরিদ উদ্দিন, সাইফুল ইসলাম (আলাউল) আকবর, শেখ আব্দুল্লাহ আল মামুন, মনির হোসেন চৌধুরী, ওমর ফারুক, সাবেক ইউপি চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন, পল্লী বিদ্যুতের ডিজিএম প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুদ ইবনে হোসাইন, সমাজসেবা কর্মকর্তা মোশারফ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এণামুল হক, কৃষি কর্মকর্তা এনামুল হক, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহবুবুল হাসান, প্রকৌশলী আব্দুর রহিম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহম্মদ, সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবির আহাম্মদ, প্রধান শিক্ষক যথাক্রমে আবু হানিফ, হুমায়ুন কবির, মমিনুল হক ভূইয়া, মফিজুল ইসলাম, আবু তাহের মাষ্টার, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আব্দুল আলীম খান, সাধারণ সম্পাদক ইসমাইল নয়ন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মিশন, সাধারণ সম্পাদক শরিফুল ইসলামসহ বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে উপজেলার মালাপাড়া ইউনিয়নের কৃতি সন্তান মরনোত্তর স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা শহীদ খাজা নিজামউদ্দীন (বীর উত্তম) রাষ্ট্রীয় খেতাব পাওয়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে দেওয়া সম্মাননা গ্রহণ করেন সাবেক চেয়ারম্যান ওসমান গনি।
Last Updated on March 27, 2023 7:50 pm by প্রতি সময়