মুখে মাস্ক থাকলে গা ঘেঁষাঘেষির কেনাকাটা চলছে কুমিল্লায়। বিশেষ করে নগরীর কান্দিরপাড় এলাকায় মার্কেট, শপিংমল থেকে শুরু করে ফুটপাতেও কেনাকাটায় ঠাঁই নেই মানুষের। করোনা পরিস্থিতির এই কঠিন সময়ে ঘরের ছোট্ট শিশুটিকেও সাথে নিয়ে বাইরে বের হয়েছেন অভিভাবকরা।
কুমিল্লা নগরীর কান্দিরপা, মনোহরপুর, রাজগঞ্জ, ছাতিপট্টি, কাপড়িয়াপট্টি, রামঘাট, রেইসকোর্স, সদর দক্ষিণের পদুয়ার বজার এলাকায় ঈদ কেনাকাটায় স্বাস্থ্য বিধির নিয়ম কানুন উপেক্ষা করে দেদারছে কেনাকাটা চলছে ক্রেতাদের। সকাল থেকে রাত অবধি চলছে স্বাস্থ্যবিধি উপেক্ষার মহোৎসব। কেবল নগর কুমিল্লায় নয়, উপজেলার দোকানপাট, ছোটখাটো মার্কেটেও স্বাস্থ্যবিধি না মানার হিড়িক চলছে।
কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন বলেন সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সীমিত পরিসরে সকাল দশটা থেকে রাত আটটা অব্দি দোকান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছিলো দোকান মালিক সমিতি। কিন্তু কেনাকাটায় মানুষের এই ঢ্ল নামায় পুরোপুরি স্বাস্থ্যবিধি মানা সম্ভব হচ্ছে না। তবে দোকান মালিক সমিতি স্বাস্থ্য বিধি মানার বিষয়টি মনিটর করছে।
কুমিল্লার সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন, এভাবে অবাধে মার্কেট গুলোতে ভিড় খুবই ঝুকিপূর্ণ। করোনা প্রতিরোধে ব্যক্তি সচেতনতারা বিকল্প নেই। ঈদের কেনাকাটার চাইতে জীবন বাঁচানো জরুরি।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on May 7, 2021 1:09 pm by প্রতি সময়