বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০৭:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে বিচার ব্যবস্থাপনার প্রতি মানুষের আস্থা ও নির্ভরতা বাড়ছে : জেলা ও দায়রা জজ বুড়িচংয়ে ১৬শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে ১৫ কি. মি. যানজট -স্নান উৎসবে যাওয়ার পথে যানজটে আটকা পড়া একটি গ্রুপের দুপুরের রান্না মহাসড়কের পাশে সমাজের সুবিধাবঞ্চিতরা পেল কুমিল্লা আইডিয়াল কলেজ রোভার স্কাউটের খাদ্য সামগ্রী ‘সুখবর’ শব্দদূষণে অতিষ্ঠ ব্রাহ্মণপাড়াবাসী কুমিল্লা বিসিকে আজাদ ফুডকে দেড় লাখ টাকা জরিমানা কুমিল্লার দুই প্রাইভেট হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা সৌদিতে বাস দুর্ঘটনা : ১২ দিনের কোম্পানির ছুটি পেয়ে লাশ হয়ে বাড়ি ফিরবে মুরাদনগরের মামুন মিয়া এপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ  সৌদিতে ওমরাহ যাত্রী বহনকারী বাস দুর্ঘটনায় নিহতদের দুইজনের বাড়ি কুমিল্লায় যাত্রিক নাট্যগোষ্ঠীর আয়োজনে নবীন-প্রবীন নাট্যকর্মী ও বিশিষ্টজনদের মিলনমেলা কুমিল্লার নিমসার বাজারের ইজারা পেলেন  জামাল হোসেন  বুড়িচংয়ে মসজিদের ইমামের আলোচনাকে কেন্দ্র করে সংঘর্ষ দেবিদ্বারে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলার সুষ্ঠু তদন্তের দাবি শিক্ষক সমিতির মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মূল্যায়ন করতে হবে : এমপি আবুল হাশেম খান কুমিল্লায় দুই সৎ ভাইকে হত্যার দায়ে একজনের ফাঁসি কুমিল্লায় শিক্ষানবিশ আইনজীবীদের সঙ্গে প্রতারণার অভিযোগে শ্যালক-দুলাভাই আটক কুমিল্লা সদরের আমড়াতলীতে সিএনজি অটোরিকশায় মিলেছে ৯৮৫ বোতল ফেন্সিডিল বুড়িচংয়ে চাঁদা বন্ধ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন কুমিল্লার নাঙ্গলকোটের কাকৈরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন

মুজিনগরের কুদরত-ই-খোদা ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

রাজু আহমেদ, জেলা প্রতিনিধি মেহেরপুর
  • আপডেট টাইম শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০
  • ২৪৫ দেখা হয়েছে

ছবি: নিহত তাসলিমা খাতুন #

মেহেরপুরের মুজিবনগরে একটি বেসরকারি ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ উঠেছে।

জানা গেছে, তাসলিমা খাতুন (২৩) নামের প্রসূতির প্রসব ব্যথা উঠলে তাকে   বুধবার (২৬ আগস্ট) দুপুরে মুজিবনগর কেদারগঞ্জের কুদরত-ই-খোদা ক্লিনিকে ভর্তি করা হয়। বেলা ২টার দিকে সিজারের মাধ্যমে সন্তান ভুমিষ্ট হয়ার পর সঠিক চিকিৎসা না দেওয়ায় অপারেশন থিয়েটারেই ওই নারীর মৃত্যু হয় বলে নিহত রোগীর পরিবারের অভিযোগ।

মুজিবনগরে ভুল চিকিৎসায় তাসলিমা খাতুন (২৩) নামের এক প্রসূতি মৃত্যুর অভিযোগ উঠেছে। সিজার করার পর অপারেশন টেবিলেই তার মৃত্যু হয় বলে অভিযোগ করেছে তার পরিবার।

নিহত তাসলিমা খাতুন মুজিবনগর উপজেলার গোপালনগর গ্রামের ভুট্টোর স্ত্রী। ভুমিষ্ট হওয়া শিশুটি সুস্থ থাকলেও এমুহূর্তে তার দেখভাল নিয়ে বিপাকে পড়েছেন স্ত্রী শোকে কাতর স্বামী ভুট্টো।

নিহতের পরিবারিক সুত্রে জানা যায়, ওই ক্লিনিকের চিকিৎসক ডা. রিসার্ড সরেনের পরামর্শে তাসলিমার সিজার করার পর তাকে সঠিক চিকিৎসা দেওয়া হয়নি। অপারেশন থিয়েটারেই তার মৃত্যু হয়েছে। আর এটাকে কৌশলে এড়িয়ে যাওয়ার মতলবে ডা. রিসার্ড  রোগীকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়ার কথা বলেন।পরে মেহেরপুর জেনারেল হাসপালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিসক ডা. মাহাববুল হাসান মেহেদী তাকে মৃত ঘোষনা করেন।

মেহেরপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মখলেছুর রহমান বলেন, ‘আমাদের হাসপাতালে সাড়ে তিনটার দিকে তাসলিমাকে নিয়ে আসা হয়। আমরা পরীক্ষা করে তাকে মৃত ঘোষনা করি। তবে ঘন্টাখানেক আগে তার মৃত্যু হয়েছে বলে আমাদের ধারনা।’

সিজার পরবর্তী সময়ে সঠিক চিকিৎসা দেওয়া হয়নি এবং অপারেশন থিয়েটারে রোগীর মৃত্যু হয়েছে এমন অভিযোগ অস্বীকার করে কুদরত-ই-খোদা ক্লিনিকের ডা. রিসার্ড সরেন বলেন, ‘সিজার করার পর রোগী সুস্থ ছিল। পরে তার হার্টেও সমস্যা দেখা দেয়। এ অবস্থায় তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। অপারেশন টেবিলে রোগী মারা যায়নি। আমার মনে হয় মেহেরপুর জেনারেল হাসপাতালে, না হয় নেওয়ার পথে রাস্তায় মৃত্যু হয়েছে।’

এদিকে নিহতের পরিবারের পক্ষ থেকে এঘটনার জন্য চিকিৎসক ও ক্লিনিক কর্তৃপক্ষকে দায়ী করে সিভিল সার্জন, বিএমএ এবং সংশ্লিষ্ট বিভাগে অভিযোগ করা হবে বলে জানা গেছে।

# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

Last Updated on August 28, 2020 1:17 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102