কুমিল্লার চান্দিনায় পালকি সিনেমা হলে ‘মুজিব’ একটি জাতির রূপকার চলচ্চিত্রটি দেখেছেন ছয় শতাধিক শিক্ষার্থী।
চান্দিনা উপজেলা প্রশাসনের আয়োজনে চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এবং চান্দিনা ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ওই চলচ্চিত্রটি উপভোগ করে।
চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং চান্দিনা ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক খুরশিদ আলম সহ অন্তত ২০ শিক্ষক শিক্ষার্থীদের সাথে চলচ্চিত্রটি দেখতে পালকি সিনেমা হলে যান।
সিনেমাটি উপভোগ করে শিক্ষক ও শিক্ষার্থীরা বলেন, ‘মুজিব’ একটি জাতির রূপকার, এটি একটি বিপ্লবী ও অসাধারণ ইতিহাসগাঁথা চলচ্চিত্র।
প্রসঙ্গত গত শুক্রবার (১৩ অক্টোবর) দেশের ১৫৩টি প্রেক্ষাগৃহে চলচ্চিত্রটি মুক্তি পায়। আর প্রতিবেশী দেশ ভারতে মুক্তি পাবে আগামী ২৭ অক্টোবর।
বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি অভিনেতা আরিফিন শুভ। ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ।
অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদসহ দেশের শতাধিক জনপ্রিয় শিল্পী।
Last Updated on October 17, 2023 9:35 pm by প্রতি সময়