কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের এমপি সংসদীয় কমিটির সদস্য জাহাঙ্গীর আলম সরকারকে সংবর্ধনা দিয়েছে মুরাদনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ।
মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে মুরাদনগর উপজেলা পরিষদ মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
মুরাদনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমিন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা নিপা।
উপজেলা সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রভাষ চন্দ্র ধর, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিউল আলম, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাশুকুল ইসলাম মাশুক, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি আহমেদ হোসেনে আউয়াল, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইকবাল সরকার, আব্দুর রহিম পারভেজ, গোলাম কিবরিয়া খোকন, প্রকৌশলী সৈয়দ শওকত আহম্মেদ প্রমুখ।
Last Updated on March 26, 2024 7:33 pm by প্রতি সময়