যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করার লক্ষ্যে সড়ক ও জনপদের জায়গায় অবৈধভাবে গড়ে উঠা প্রায় তিনশো দোকানপাট উচ্ছেদের আড়াই মাসের মধ্যেই ফের দখলযজ্ঞ শুরু হয়েছে কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে।
দখলদাররা স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় আস্তেধীরেই নতুন করে দোকানপাট নির্মান কাজ শুরু করেছেন। কেউ কেউ মৌখিকভাবে প্রভাবশালী একটি সিন্ডিকেটের কাছ থেকে নগদ অর্থের বিনিময়ে সরকারি জায়গাতেই স্থাপনা গড়ে তুলছেন, কেউ নির্মান কাজ অব্যাহত রাখছেন।
মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে চলতি বছরের ৯ই মার্চ যানজট নিরসন ও মহাসড়ক ফুটপাতমুক্ত করতে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে উঠা দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করে সড়ক ও জনপদ বিভাগ (সওজ)। এসময় সড়কের পাশে অবৈধভাবে গড়ে উঠা প্রায় তিনশো দোকানপাট উচ্ছেদ করা হয়। উচ্ছেদের পর যানজট কিছুটা নিরসন হলেও বর্তমানে এ জায়গা আবার দখল করার ফলে যানজট আগের রূপে ফিরেছে।
অবৈধভাবে দোকান নির্মান করছেন এমন একজন ধামঘর গ্রামের তাজুল ইসলাম জানান, তাকে নবীপুর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান কামাল উদ্দিন আস্তেধীরে দোকান নির্মাণের জন্য বলেছেন।
এ বিষয়ে চেয়ারম্যান কামাল উদ্দিন বলেন, এটা সড়ক ও জনপথের জায়গা আমি অনুমতি দিব কিভাবে। আমি এ ব্যাপারে কিছুই জানি না। যারা এভাবে সরকারি জায়গা দখল করছেন এটা অন্যায় । যারা জায়গা দখল করে দোকানপাট নির্মান করছে, তাদের ব্যাপারে খোঁজখবর নিয়ে প্রশাসনকে অবগত করব।
সড়ক ও জনপথ বিভাগের কুমিল্লা জেলা উপসহকারি প্রকৌশলী মো: হুমায়ুন কবির বলেন, যারা এ জায়াগাগুলো ফের দখল করছেন তাদেরকে প্রথমে মৌখিকভাবে সরে যেতে বলবো। তাতে না সরলে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে অবৈধ দোকানগুলো আবার উচ্ছেদ করার ব্যবস্থা করব।
মুরাদনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা অভিষেক দাশ বলেন, আমি লোকজন পাঠাব ওই জায়গা পরিদর্শন করতে। যারা এ জায়গাগুলো দখল করছেন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on June 3, 2021 1:29 am by প্রতি সময়