কুমিল্লার মুরাদনগর উপজেলার বৃহত্তর কোম্পানীগঞ্জ বাজারের জিয়া মার্কেটের পাঁচটি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন ব্যবসায়িরা। এছাড়া বাসা বাড়িতেও চুরির ঘটনা ঘটছে। হঠাৎ করে চোরের উপদ্রব বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ দুশিচন্তায় পড়েছেন।
মুরাদনগর থানার ওসি আজিজুল বারি ইবনে জলিল জানিয়েছেন টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। দোকানে চুরির ঘটনার সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে অপরাধীদের সনাক্ত ও ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।
মঙ্গলবার দিবাগত রাতে মুরাদনগর উপজেলার নবীপুর (পশ্চিম) ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জিয়া মার্কেটের পাঁচটি দোকানর টিনের চালা কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। দোকানগুলো হলো মদিনা মোবাইল মেলা, ফরিদ স্টোর অ্যান্ড খেলা ঘর, মেসার্স সাখাওয়াত বস্ত্রালয়, মুসাফির টেলিকম, মেসার্স রিফাত বস্ত্রালয়।
বুধবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার এসব তথ্য নিশ্চিত করেন ভুক্তভোগী ব্যবসায়ী মো: ফারিজ, রাজিব তারা বলেন, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাড়ি চলে যান। চোরের দল মঙ্গলবার দিবাগত রাতে একটি দোকানের টিনের চালা কেটে পাচঁটি দোকানের ভিতরে প্রবেশ করে। এরপর ক্যাশের তালা ভেঙ্গে নগদ টাকা, মোবাইল, কাপড় ও ব্যাগসহ ৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। দোকানের কাগজপত্রসহ আরোও অনেক গুরুত্বপূর্ণ জিনিস লন্ডভন্ড করে দেয়।
ভুক্তভোগী ব্যবসায়ী হাবিবুর রহমান হাবিব বলেন, পাশের দোকানের টিনের চালা কেটে সিলিং ছিদ্র করে আমার পাকা দোকানের টিনে পার্টিশন কেটে এসে চুরি করেছে। সিসিটিভিতে যে চোরকে দেখা যাচ্ছে তার শরীরে কোনো কাপড় ছিল না, থ্রি কোয়ার্টার প্যান্ট পরিহিত ছিল। মুখে গামছা বেঁধে সে ভেতরে ঢুকে। তারপরও একজনের চেহারা দেখা গেছে তবে তাকে আমরা চিনতে পারিনি।
নবীপুর (পশ্চিম) ইউনিয়নের চেয়ারম্যান হাজী জাকির হোসেন বলেন, আমি সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বৃহত্তর কোম্পানীগঞ্জ বাজার বণিক সমিতির সকল ব্যবসায়ী ও প্রশাসনকে নিয়ে চুরিসহ বিভিন্ন অপরাধ মূলক বিষয়ে আজ বুধবার রাতে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।
বৃহত্তর কোম্পানীগঞ্জ বাজার বণিক সমিতির আহবায়ক চন্দন বণিক বলেন, ইদানিং কোম্পানিগঞ্জ বাজারে চোরের উপদ্রব বেড়ে গেছে। লোকবল সংকট হওয়ায় চুরি ঠেকানো যাচ্ছে না। বৃহত্তর কোম্পানীগঞ্জ বাজার সম্পূর্ণ সিসিটিভির আওতায় আনার জন্য প্রশাসনের নিকট দাবি জানাচ্ছি।
Last Updated on August 24, 2023 5:45 am by প্রতি সময়