কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রমিক নেতা ও নবীপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী কামাল উদ্দিন ওরফে পিচ্চি কামাল আর নেই।
সোমবার ভোররাত ৪টায় ঢাকা ল্যাব এইড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।তিনি এক ছেলে পাঁচ মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
কামাল উদ্দিন ওরফে পিচ্চি কামাল নবীপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের তিনবার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। বিভিন্ন সময়ে তিনি নানা ঘটনায় আলোচিত সমালোচিত হন।
তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন মুরাদনগরের সাংসদ আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার, নবীপুর পূর্ব ইউপি চেয়ারম্যান কাজী আবুল খায়ের, নবীপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান ভিপি জাকির হোসেনসহ মুরাদনগর উপজেলার পরিবহন মালিক শ্রমিক নেতৃবৃন্দ।
Last Updated on October 2, 2023 10:06 pm by প্রতি সময়