পূর্ব শত্রুতার জের ধরে দুই দল গ্রামবাসীর মধ্যে দেশীয় অস্ত্রনিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের প্রায় ১০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার ভোরে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পাকদেওড়া গ্রামে এই ঘটনা ঘটে।
সংর্ঘষের পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পূনরায় সংঘর্ষের আশংকায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতরা হলো: কামাল, হিরন, আনিছ, কাদির, ইব্রাহীম, সাদির, পারভেজ, ইউনুছ ও রিফাতসহ ১০ জন। আহতদের মধ্যে তিনজন কুমিল্লা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়, পাক দেওড়া গ্রামে বিলের মাছের প্রজেক্ট নিয়ে পূর্ব থেকেই মুন্সী গোষ্ঠীর সাথে মোল্লা, ভূইয়াসহ কয়েকটি গোত্রের মধ্যে দুই যুগ ধরে চরম বিরোধ চলে আসছিল। বিলের মাছের প্রজেক্টের হিসাব ও নতুন করে ইজারা দেওয়া নিয়ে বৃহস্পতিবার রাতে একদফা এবং শুক্রবার সকালে দুইদল গ্রামবাসী টেটা, কুচ, বল্লম, রড, ইটনিয়ে পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়ে।
রাতের বেলায় সংঘর্ষের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় আতংক ছড়িয়ে পরে। হামলা হওয়ার আতংকে দোকানীরা দেওড়া বাজারের দোকানপাট বন্ধ করে দেয়। দুই দফা সংর্ঘষের ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোন সময় আবারও সংঘর্ষের আশংকা করছে স্থানীয়রা।
বাঙ্গরা বাজার থানার ওসি সফিউল আলম বলেন, সংঘর্ষের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। পুলিশের টহল জোরদার করা হয়েছে। দু্ই পক্ষের অভিযোগের প্রেক্ষিতে দুইটি মামলা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
Last Updated on March 23, 2024 8:30 pm by প্রতি সময়