কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরায় কেন্দ্রীয় নির্দেশের অংশ হিসেবে বিএনপির পূর্ব নির্ধারিত ডাকা প্রতিবাদ কর্মসূচি আওয়ামী লীগের বাধার মুখে পন্ড হয়ে যায়।
মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল ১০টার দিকে বিএনপি নেতা কর্মীরা মিছিল নিয়ে বাঙ্গরা বাজারে প্রবেশ করার চেষ্টা কালে তাতে বাধা দেয় আওয়ামীলীগের নেতাকর্মীরা। জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গত ২২ আগস্ট থেকে ঢাকার বাইরে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি শুরু করে বিএনপি। এরপর থেকে গতকাল পর্যন্ত টানা সাত দিনই বিএনপির কর্মসূচি ঘিরে আওয়ামী লীগ নেতা-কর্মীদের মারমুখী অবস্থানে দেখা গেছে।
এ সময় বাঙ্গরা সদর ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মসূচিতে বাঙ্গরা পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তৌফিকুল সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের (সাবেক) ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার।
বাঙ্গরা পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের (সাবেক) সাধারণ সম্পাদক শওকত আহমেদ’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, কুমিল্লা (উত্তর) জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা ও আহবায়ক গোলাম সারোয়ার চিনু, বাঙ্গরা সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি বাবলু আলী খাঁন, চাপিতলা ইউপি’র চেয়ারম্যান আবু মুসা আল-কবির, সাবেক চেয়ারম্যান কাইয়ুম ভুইয়া, বাঙ্গরা সদর ইউপি’র সাবেক চেয়ারম্যান হাকিম সওদাগর, টনকি ইউপি’র সাবেক চেয়ারম্যান জাকির হোসাইন, উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য সচিব হুমায়ুন কবির খাঁন, বাঙ্গরা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি বিল্লাল ডাক্তার, পূর্ব ধৈইর (পশ্চিম) ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হুসেন, বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগের সভাপতি শেখ আবুল কাশেম, বাঙ্গরা (পশ্চিম) ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, বাঙ্গরা সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এরশাদ খাঁন, ছাত্রলীগ নেতা সাগর, সাদ্দাম, জুয়েল, খন্দকার গোলাম সারোয়ার, লিটন মিয়া প্রমূখ।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার প্রতিটি ওয়ার্ডের মোড়ে মোড়ে বিএনপি’র নেতা-কর্মীদের প্রতিহত করার জন্য আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, মৎস্যজীবী লীগসহ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ নেতা-কর্মীরা অবস্থান নেয়।
পরে ঝামেলা এড়াতে বিএনপি’র নেতা-কর্মীরা পূর্বনির্ধারিত কর্মসূচি বাতিল করে সভাস্থল ত্যাগ করে চলে যান বলে খবর পাওয়া যায়।
Last Updated on August 30, 2022 8:26 pm by প্রতি সময়