কুমিল্লা মুরাদনগর উপজেলার ৩৫৩টি বিদ্যালয়ের প্রায় ৬০ হাজার কোমলমতি শিশু শিক্ষার্থীদের হাতে ২০২৪ শিক্ষাবর্ষের প্রথম দিন বই পোঁছে দেওয়ার লক্ষ্যে পাঠ্য বই বিতরনের কাজ শুরু করেছে উপজেলা শিক্ষা অফিস।
বুধবার সকালে উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয় থেকে বই বিতরনের কাজ শুরু করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মো: কামাল হোসেন, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মদন গোপাল চক্রবর্তী, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতিরি সভাপতি রেবেকা সুলতানা, পাহাড়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন মাঝি, কচুয়ার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুদ্দুছুর রহমান, গোমতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজনিন বেগম শিউলি, বাবুটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা রহমান, চুলুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামরুল ইসলাম শাহিন, পান্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রাশেদুল জামান প্রমুখ।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ২০৪টি প্রাথমিক বিদ্যালয় ও ১৪৯টি কিন্ডারগার্ডেনের প্রথম শ্রেনী থেকে পঞ্চম শ্রেনী পর্যন্ত প্রায় ৬০ হাজার শিক্ষার্থীদের হাতে বছরের শুরুতে বিনামূল্যের পাঠ্য বই বিতরনের জন্য ৩ লাখ ৩০ হাজার নতুন বই প্রতিটি বিদ্যালয়ে পৌঁছে দেওয়া হবে। নতুন বছরের ১ জানুয়ারী সোমবার বই উৎসবের মাধ্যমে শিশু শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হবে।
Last Updated on December 20, 2023 8:13 pm by প্রতি সময়