কুমিল্লার মুরাদনগরে সরকারী খাস জায়গায় অবৈধভাবে দোকান ঘর নিমার্ণ করায় উচ্ছেদ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৩ জুন) মুরাদনগর উপজেলার পাহারপুড় ইউনিয়নের পান্তি বাজারে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: নাজমূল হুদা। অভিযানে আনুমানিক ৫ কোটি টাকা মূল্যের খাস জমি উদ্ধার ও দখলমুক্ত করা হয়।
অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন পাহাড়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যা মো: আ: ছামাদ মাঝি,উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো:শরীফুল ইসলাম, পাহাড়পুর ইউনিয়নের ভুমি উপ-সহকারী কর্মকর্তা মো: জয়নাল আবেদীন, এবং উপজেলা ভুমি অফিসের কর্মকর্তা -কর্মচারীগণ।
অভিযানে মুরাদনগর থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক মোফাজ্জল হোসেনের নেতৃত্বে একটি টিম প্রয়োজনীয় আইনানুগ সহযোগিতা করেন।
অভিযান শেষে সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: নাজমূল হুদা জানান, পর্যায়ক্রমে সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারদের সাথে নিয়ে উপজেলার সকল খাসজমি উদ্ধার করা হবে।
Last Updated on June 13, 2023 8:45 pm by প্রতি সময়