দেখতে সুন্দরী। বয়স পঁচিশের কোঠায়। নাম রুনা আক্তার। হোমনার জয়পুরে স্বামীর বাড়ি। ওই নারী পেশায় গৃহিণী হলেও বেছে নিয়েছেন প্রতারণামূলক চুরি। পুলিশের খাতায় অতীত রেকর্ড ভালো না। স্বর্ণের দুর্মূল্যের বাজারে ৯ ভরি স্বর্ণালঙ্কার অভিনব কায়দায় চুরি করে পালিয়েও শেষ রক্ষা হলো না ওই সুন্দরী নারীর।
প্রতারণামূলক চুরির ঘটনাটি ঘটেছে কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারের নিপ্পন জুয়েলার্সে।
রবিবার (১১জুন) দুপুরে রুনা আক্তার নামের ওই নারী ক্রেতা সেজে নিপুন জুয়েলার্সে আসেন। পছন্দ করেন ৯ ভরি ওজনের কয়েকটি স্বর্ণালংকার। তারপর এসব স্বর্ণালংকার একটি বক্সে স্কসটেপ মুড়িয়ে দেওয়ার জন্য দোকানিকে বলেন। দোকানদার ওই নারী ক্রেতার কথা অনুযায়ী স্বর্ণালংকারের বক্সটি রেডি করে তার হাতে দেয়।
কিন্তু আগ থেকেই প্রতারক নারী দোকানের হুবহু আরেকটি বক্স কোনভাবে সংগ্রহ করে তার ব্যাগে স্কসটেপ মুড়িয়ে রেখেছিল।
দোকানদারের হাত থেকে ৯ ভরি স্বর্ণালংকারের বক্সটি গ্রহণ করে কৌশলে ভ্যানিটি ব্যাগে রেখে ওই নারীর কাছে থাকা খুবই আরেকটি বক্স হাতে নিয়ে নেয়, এরপর দোকানদারকে বলে টাকার সমস্যা, এখন নেওয়া যাবে না। পরে এসে নিয়ে যাব। এমন কথা বলে ওই নারীর কাছে থাকা স্কসটেপ মোড়ানো বক্সটি দোকানদারের হাতে দিয়ে দ্রুত চম্পট দেয় দোকান থেকে।
এরপর দোকানদার বক্সটি খুলে দেখেন এটিতে স্বর্ণালংকারের পরিবর্তে চাল ভর্তি করে রাখা হয়েছে বক্সটিতে।বক্সের এমন অবস্থা দেখে হতবম্ব হয়ে পড়েন দোকানদার।
পরে দোকানদার প্রতারণার বিষয়টি স্থানীয়
বনিক সমিতির নেতা বাবু চন্দন বনিক ও হাজী হান্নান মিয়াকে অবহিত করেন এবং তাদের নিয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিজুল বারী ইবনে জলিলকে জানান।
থানার ওসি স্বর্ণালংকার উদ্ধার ও বিষয়টি তদন্তের দায়িত্ব দেন (ওসি তদন্ত) জয়নাল আবেদীনকে।
পুলিশ ঘটনাটির আদ্যেপ্রান্ত এবং ওই নারীর দৈহিক বর্ণনা শুনে এবং অতীত কল রেকর্ডের সূত্র ধরে প্রথমে অভিযান চালায় কুমিল্লার হোমনা উপজেলার চান্দের গ্রামে। এরপর ৯ নং ইউনিয়নের জয়পুরে ওই নারীর স্বামী রাসেল মিয়ার বাড়িতে। কিন্তু সেখানে না পেয়ে ওই নারীর বাবার বাড়ি গনিয়ার চরে অভিযান চালিয়ে রবিবার দিবাগত রাতে রুনা আক্তারকে ৯ ভরি স্বর্ণালংকার ও তার সাথে থাকা সাড়ে তিন লাখ টাকা সহ আটক করে পুলিশ।
সোমবার (১২ জুন) ওই নারীকে কুমিল্লার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
Last Updated on June 12, 2023 9:37 pm by প্রতি সময়