কুমিল্লার মুরাদনগর পল্লী বিদ্যুৎ সমিতির বাঙ্গরা জোনাল অফিসের উদ্যোগে ও অর্থায়নে ১৪০টি পরিবারের মাঝে খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরণ করা খাদ্য সামগ্রীর প্রতিটি ব্যাগে ছিল চাল ৫ কেজি, মুসুর ডাল ১ কেজি, আলু ২ কেজি, লবন ১ কেজি, সয়াবিন তেল আধা লিটার।
রবিবার (১৫ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে খাদ্য সামগ্রীর ব্যাগ অসহায় দুস্থদের ঘরে পৌঁছে দেয় কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ বাঙ্গরা জোনাল অফিসের লোকজন।
মুরাদনগর উপজেলার বাঙ্গরা পল্লী বিদ্যুৎ জোনাল ডিজিএম রেজাউল করিম বলেন, ‘শেখ হাসিনার উদ্যোগ-ঘরে ঘরে বিদ্যুৎ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় শোক দিবসে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নির্দেশনা ও সম্মানিত চেয়ারম্যানের অনুপ্রেরণায় কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর পক্ষ থেকে আমরা মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন বিভিন্ন ইউনিয়নে অসহায় ও দুস্থ ১৪০টি পরিবারকে তালিকাভুক্ত করি এবং তাদের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়।
খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন, বাঙ্গরা ইনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর রাজিব আহমেদ, সহকারি জুনিয়র ইঞ্জিনিয়ার ফারুক হোসেন প্রমুখ।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on August 15, 2021 8:56 pm by প্রতি সময়