কুমিল্লার মুরাদনগরে আগুনে তিনটি গরু ও টং (মুদি) দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যাওয়ায় চরম আর্থিক ক্ষতির মুখে পড়েন কৃষক সহিদ মিয়া। গত ২৩ ফেব্রুয়ারি ভোররাতে মুরাদনগর উপজেলার কামাল্লা ইউনিয়নের কামাল্লা গ্রামে কৃষক সহিদের টংদোকান ও গরু রাখার ঘরে আগুন লাগে। ঘটনাটি গণমাধ্যমে প্রকাশ হলে মুরাদনগর উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সন্তান ফাউন্ডেশনের নজরে আসে। মানবিকতায় সারা দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন ভুইয়া জনি ব্যক্তিগত সহায়তার পাশাপাশি সরকারীভাবে সহায়তার উদ্যোগ নিয়েছেন।
এদিকে মুরাদনগর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান ফাউন্ডেশন শুক্রবার বিকেলে সহিদ মিয়ার বাড়িতে গিয়ে তাকে আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় অসহায় কৃষক সহিদ মিয়া (৪৮) আবেগে আপ্লুত হয়ে বলেন, কিস্তি তুলে তিনটি গরু কিনেছিলাম। ছয়টা কিস্তির মধ্যে তিনটি কিস্তি দিয়েছি। আগুনে আমার সব কিছু পুড়ে ছাই করে দিয়েছে। এখন আমার খেয়ে পরে বাচতে কষ্ট হচ্ছে তার মধ্যে কিস্তি কিভাবে চালাই।আমি সকলের সহযোগিতা চাই।
মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন ভুইয়া জনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে জেলা পরিষদ, ত্রান ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে আর্থিক সহযোগিতা করার চেষ্টা করছি।
Last Updated on March 3, 2023 8:42 pm by প্রতি সময়