কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর ইউনিয়নের ঘোড়াশাল গ্রামের মেটংঘর-শ্রীকাইল সড়কের পুরাতন ব্রিজের পাশে আর্সি নদীতে বাঁধ নির্মাণ করে ফসলি জমির মাটি ইটভাটায় নিচ্ছে মাটিখেকো সিন্ডিকেটের সদস্যরা।
ফসলি জমিতে ভেকু মেশিন বসিয়ে ২৫ থেকে ৩০ ফুট গর্ত করে মাটি কেটে নিচ্ছে সিন্ডিকেটের লোকজন। এতে করে হুমকিতে পড়ছে আকুবপুর ইউনিয়নসহ আশ পাশের বেশ কয়েকটি ইউনিয়নের অধিকাংশ ফসলি জমি। এছাড়া নদীতে বাঁধ নির্মাণ করে নদীর স্বাভাবিক গতি পথ বন্ধ করে দেওয়ায় উদ্বিগ্ন সচেতন মহল।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মেটংঘর-শ্রীকাইল সড়কের পুরাতন ব্রিজের পাশের সততা ব্রিকস্ ফিল্ড নামক একটি ইটভাটা রয়েছে। সেই ইটভাটার মাটির জোগান দিতে নদীটির মাঝখান দিয়ে বাঁধ নির্মাণ করে কেটে নিচ্ছেন সোনাকান্দা-ঘোড়াশাল বিলের শত শত হেক্টর কৃষি জমি।
সততা ইটভাটা মালিক শহিদ মিয়া বলেন, আমরা কাজী আলম থেকে মাটি ক্রয় করি। আর্সি নদীতে বাধঁ দেওয়ার বিষয়টি কাজী আলমই বিস্তারিত বলতে পারবে।
ইট ভাটায় মাটি সরবরাহকারী কাজী আলম বলেন, এই বাঁধটি কয়েক বছর থেকেই চলে আসছে। সততা ইটভাটায় আমি মাটি দিতাম কিন্তু দুইদিন ধরে মাটি দেওয়া বন্ধ রয়েছে।
মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন বলেন, নদীর উপর অবৈধভাবে বাঁধ নির্মাণের বিষয়টি অপরাধ। বিষয়টি খবর নিয়ে বাঁধ অপসারণ করা হবে।
Last Updated on April 29, 2024 3:45 pm by প্রতি সময়