কুমিল্লার মুরাদনগরের শ্রীকাইল ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য আনোয়ার হোসেনের বাড়িতে সোমবার রাতে হামলা করেছে দুর্বৃত্তরা। আনোয়ার হোসেন পেন্নাই গ্রামের মনু মিয়ার ছেলে।
এ সময় দুর্বৃত্তরা আনোয়ার হোসেনের মৎস্য খামারের একটি ঘরে অগ্নিসংযোগ করে ও তার ব্যবহৃত মোটরসাইকেলে আগুন দেয়। এছাড়াও তার বসতবাড়িতে ভাঙচুর লুটপাট চালায়।
এ ঘটনায় আনোয়ার হোসেনের পিতা মনু মিয়া বাদী হয়ে বাঙ্গরা বাজার থানায় ৩৯জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০/১৫জনকে অভিযুক্ত করে অভিযোগ দায়ের করেন।
বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ শফিউল আলম বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Last Updated on April 12, 2024 9:43 pm by প্রতি সময়