কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুর (পূর্ব) ইউনিয়নের বাখরনগর গ্রাম থেকে মোঃ রফিকুল ইসলাম (৬১) নামে একজনকে ১১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে তাকে ওই গ্রাম থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রফিকুল উপজেলার নবীপুর (পূর্ব) ইউপির বাখরনগর এলাকার মৃত আব্দুর রহিম মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার এসআই আব্দুল্লাহ আল মামুন সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ১১০ পিস ইয়াবাসহ মোঃ রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ আজিজুল বারি ইবনে জলিল বলেন, বৃহস্পতিবার দুপুরে গ্রেফতার আসামিকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছে পুলিশ।
Last Updated on September 7, 2023 8:28 pm by প্রতি সময়