কুমিল্লার মুরাদনগরে বসত বাড়ির পাশে থাকা পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে মুরাদনগর বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের কালারাইয়া গ্রামের কাজী বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত শিশু কাজী ইয়াছিন আরাফাত উপজেলার কালারাইয়া গ্রামের কাজী তানভীর মিয়ার ছেলে এবং অপর শিশু রোজা মনি একই এলাকার মিদন মিয়ার মেয়ে। তারা দুজন সম্পর্কে চাচা-ভাতিজি ছিল। নিহত দুই শিশু তিন বছর বয়সী।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টার দিকে রোজা মনি ও ইয়াছিন দুজন মিলে বাড়ির পিছনে পুকুর পাড়ে খেলতে যায়। কিছুক্ষন পর তাদের দুইজনকে কোথাও দেখতে না পেয়ে দুই পরিবারের সদস্যরা চারদিকে খোঁজতে থাকে।
খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে তাদের ভাসতে দেখা যায়। তাৎক্ষনিক তাদের উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করে।
সবসময় হাসিখুশি থাকা দুই শিশুর আকস্মিক ও অকাল মৃত্যুতে গোটা পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।
Last Updated on April 30, 2024 8:18 pm by প্রতি সময়