কুমিল্লার মুরাদনগর উপজেলার বসতবাড়ির মাত্র এক ফুট জায়গাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ৫ জন গুরুতর আহত হয়েছে। উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নে রামচন্দ্রপুর বাজারে শুক্রবার (১১ আগষ্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
আহতরা হলেন- উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের বাখরাবাদ গ্রামের ধুনু মিয়ার ছেলে সুমন মিয়া ও ইমন মিয়া এবং একই গ্রামের অপরপক্ষের মৃত চান মিয়ার ছেলে আবুল কাশেম ও তার দুই ছেলে টিপু, নাঈম।
স্থানীয় সূত্রে জানা যায়, বসতবাড়ির এক ফুট জায়গাকে কেন্দ্র করে বাখরাবাদ গ্রামের শুক্কুর আলীর ছেলে ধনু মিয়া ও চান মিয়ার ছেলে আবুল কাশেমের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিষয়টি সুরাহা করা হলেও তা মানতে নারাজ দুই পক্ষের পরিবারের লোকজন।
শুক্রবার স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে বিচার চাইতে গেলে সেখানে দুই পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়।
রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল সরকার জানান, শুক্রবার দুপুরে আমি দোকানে বসে থাকা অবস্থায় ধনু মিয়া ও তার ছেলেরা এসে আমাকে জানায় আবুল কাশেমের ছেলেরা তাদেরকে মারধর করেছে। বিষয়টি আমি কোন কিছু বুঝে ওঠার আগেই দুই পক্ষের লোকজন আবার সংঘর্ষ জড়িয়ে পড়ে।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন চৌধুরী জানান, রামচন্দ্রপুর বাজারে মারামারি হয়েছে বিষয়টি জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়।
Last Updated on August 12, 2023 10:04 pm by প্রতি সময়