৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে কুমিল্লার মুরাদনগর উপজেলা থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ড. আহসানুল আলম সরকার কিশোর। তিনি কুমিল্লা-৩ মুরাদনগর আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলম সরকারের পুত্র।
সাধারণ ভাইস-চেয়ারম্যান পদে শাহীনুর রহমান শাহীন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নুরজাহান মজুমদার নির্বাচিত হয়েছেন।
বুধবার (২৯ মে) রাত সাড়ে দশটার দিকে উপজেলা কমপ্লেক্সের কবি নজরুল মিলনায়তনে সহকারী প্রিজাইটিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন এ ফলাফল ঘোষণা দেন। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ২২টি ইউনিয়নের ১৯১টি কেন্দ্রে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে চেয়ারম্যান পদে ড. আহসানুল আলম সরকার কিশোর আনারস প্রতীকে ৮৬ হাজার ৩৭৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম সারোয়ার হাসান চিনু ঘোড়া প্রতীকে পেয়েছেন ১৪শ ২ ভোট।
সাধারণ ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীকের প্রার্থী শাহীনুর রহমান শাহীন ৫৪ হাজার ৬৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকের অ্যাডভোকেট ফয়সাল পেয়েছেন ২২ হাজার ১৭৭ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতীকের নুরজাহান মজুমদার ৫৫ হাজার ৮৩৬ ভোট নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সানোয়ারা বেগম লুনা সেলাই মেশিন প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ১৪৬ ভোট।
Last Updated on May 30, 2024 4:39 pm by প্রতি সময়