এলাকার যুবকদের বাজে মন্তব্য ও অপমান সইতে না পেরে সোমাইয়া আক্তার (১৫) নামে এক মাদরাসা ছাত্রী বিষপানের পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।মঙ্গলবার (৩ আগস্ট) রাতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ছাত্রীর মৃত্যু ঘটে।তার বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরাবাজার থানাধীন ৫নং পূর্বধৈর পশ্চিম ইউনিয়নের নবীয়াবাদ গ্রামে।বাবার নাম গোলাম ছামদানী।সে নবীয়াবাদ আবদুল ওয়াদুদ সরকার ফাজিল মাদরাসার দাখিল পরীক্ষার্থী ছিল।
ওই ছাত্রীর পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার বিকেলে সোমাইয়া বাড়ির পাশে কালবাটের উপর দুই জন ছেলের সাথে কথা বলছিল। এসময় নবীয়াবাদ গ্রামের হোসেন মিয়ার ছেলে সোহেল মিয়া (২৭), হাকিম মিয়ার ছেলে জাকির মিয়া(২৭), হেলাল মিয়ার ছেলে শরিফ মিয়া(২২), কাদির মিয়ার ছেলে শাহাদাত(২৬), কাশেম মিয়ার ছেলে ইসমাইল (২৩), মোর্শেদ মিয়ার ছেলে সোহাগসহ (২৬) একদল বখাটে তাদেরকে কথা বলতে দেখে বিভিন্ন কুরুচি মন্তব্যসহ সোমাইয়াকে অপমান করে এবং আজে বাজে কথা বলে। একপর্যায়ে সোমাইয়া বাড়িতে চলে আসে। সোমবার রাতভর এলাকার যুবকদের অপমান তাকে যন্ত্রণা দেয়।
এধরণের অপমান সইতে না পেরে মঙ্গলবার বিকেলে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে সোমাইয়া। বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে তাকে মুমূর্ষ অবস্থায় তাকে প্রথমে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। রাত ১০টার দিকে হাসপাতালে তার মৃত্যু ঘটে।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান বলেন, মেয়েটির মৃত্যু সংবাদ জানতে পেরেছি। এখন পর্যন্ত থানায় কেহ অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on August 4, 2021 2:50 pm by প্রতি সময়