কুমিল্লার মুরাদনগরে করোনা ভাইরাসে মারা যাওয়া ইউনিয়ন পরিষদ সচিব প্রদীপ চন্দ্র সূত্রধরের পরিবারকে এক লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে মুরাদনগর উপজেলার কবি নজরুল মিলনায়তনে কুমিল্লা জেলা ইউপি সচিব কল্যান তহবিল থেকে এ অনুদান প্রদান করা হয়। এ সময় করোনা মহামারিতে নিহত সচিবের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
মুরাদনগর উপজেলা বাপসা’র সভাপতি চন্দন কুমার দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দীন ভূঞা জনী।
মুরাদনগর উপজেলা বাপসা’র সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান কাজী তুফরীজ এটন, ভিপি জাকির হোসেন, সামাদ মাঝি,কুমিল্লা জেলা বাপসা’র সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক মোঃ গরীব নেওয়াজ শাকিল।
এসময় আরো উপস্থিত ছিলেন ইউপি সচিব হাজী ফজলুল হক, নাঈম সরকার,জালাল আহমেদ ভূঁইয়া, কবির হোসেন, মোহাম্মদ ইসমাইল হোসেন, মোঃ মোজাম্মেল হক, তাজুল ইসলাম, বাবু দিলীপ কুমার দাস, মহিউদ্দিন আহমেদ, সোহরাব হোসেন, সাদ্দাম হোসেন, শাহজালাল, শাহবাজ রাজীব, জাকির হোসেন, জোসনা বেগম, কামাল হোসেন,লিটন দাস, ইউসুফ আলী, আনিছুর রহমান প্রমুখ।
Last Updated on May 2, 2023 9:22 pm by প্রতি সময়