বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০১:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মুরাদনগরের ধর্ষণকাণ্ড : রিমান্ড শেষে কারাগারে পর্নোগ্রাফি আইনের মামলার চার আসামি মুরাদনগরের কড়ইবাড়ি গ্রামের চাঞ্চল্যকর হত্যা মামলা ডিবিতে জলাবদ্ধতা পিছু ছাড়ছে না লক্ষণপুর ইসলামিয়া ফাযিল মাদরাসার কুমিল্লায় নিত্যপণ্যের দাম হুহু করে বাড়ছে, অস্বস্তিতে সাধারণ মানুষ ঘুরেনা কুমিল্লা রেলস্টেশনের যাত্রী ছাউনির বৈদ্যুতিক পাখা  কুমিল্লার দাউদকান্দিতে ডেঙ্গুতে মৃতের সংখ্যা সাতে দাঁড়িয়েছে প্রথমে রাজি, আড়াই ঘন্টা পর বাচ্চু মেম্বারের ‘না’ মুরাদনগরের ট্রিপল মার্ডার: ইউপি মেম্বার বাচ্চু জবানবন্দি দেননি, চেয়ারম্যান চারদিনেও অধরা মুরাদনগরে ভেজাল শিশুখাদ্য তৈরির দায়ে লাখ টাকা জরিমানা, কারখানা মালিককে সাত দিনের কারাদন্ড মুরাদনগরের আলোচিত হত্যাকাণ্ড : ৩৮ জনের নামে মামলা, ২জন গ্রেফতার আমরা যেনতেন নির্বাচন চাই না : কুমিল্লার পথসভায় জামায়াতে ইসলামীর আমির মুরাদনগরের হত্যাকাণ্ড : মামলা না হলেও গ্রেফতার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম কুমিল্লার মুরাদনগরের ধর্ষণকাণ্ড : ফেসবুকে ভিডিও ছড়ানোর মাস্টারমাইন্ড শাহপরান গ্রেফতার বরুড়ায় দিঘীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু মুরাদনগরে পর্নোগ্রাফি আইনের মামলায় চার আসামির রিমান্ড মঞ্জুর, শাহপরাণকে খুঁজছে পুলিশ মুরাদনগরে মাদক ব্যবসার অভিযোগে একই পরিবারের তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা নগরীর যেখানেই যানজট, সেখানেই মানবিক কুমিল্লা’র টিম মুরাদনগরে ধর্ষণ মামলার আসামি ফজর আলীর নানা অপকর্ম ও কুকীর্তি বেরিয়ে আসছে ধর্ষণের ডাক্তারি পরীক্ষায় ‘না’ মুরাদনগরের ভুক্তভোগী নারীর কুমিল্লার মুরাদনগরে ধর্ষণকাণ্ড : বাপের বাড়ি ছাড়লেন পাশবিক নির্যাতনের শিকার সেই নারী

মুরাদনগরে কিশোরীর নৃশংস হত্যাকাণ্ড নিয়ে ধুম্রজাল

মনির হোসাইন মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
  • আপডেট টাইম শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ৮১ দেখা হয়েছে

কুমিল্লার মুরাদনগরে রাবেয়া আক্তার (১৫) নামের এক কিশোরীর নৃশংস হত্যাকাণ্ড নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। পুলিশের ধারণা প্রেমঘটিত কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে, তাহলে ওই কিশোরীর সঙ্গে কার ওইধরণের সম্পর্ক ছিল এতথ্য লাশ উদ্ধারের দীর্ঘসময় পরও পুলিশ উদঘাটন করতে পারেনি। এমনকি গণমাধ্যমে ওই কিশোরীর পরিবারের কেউই প্রেমঘটিত বিষয় নিয়ে মুখ খুলছেন না।

 

শুক্রবার (৩০ আগষ্ট) সকালে কুমিল্লার উপজেলার সদর ইউনিয়নের ইউসুফনগর গ্রামের দক্ষিন পাড়ার নিজ ঘর থেকে রাবেয়া আক্তার নামের ওই কিশোরীর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এসময় তার শরীরে কামিজ থাকলেও শরীরের নিম্নাঙ্গ ছিল বিবস্ত্র।

 

মুরাদনগর থানার সি প্রভাষ চন্দ্র ধর জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেমঘটিত কারণে এ হত্যাকান্ড হতে পারে। তবে হত্যাকারী শনাক্ত করতে পুলিশের অনুসন্ধান চলছে। বৃহস্পতিবার দিবাগত রাত বারোটার পর থেকে পরবর্তী কয়েক ঘণ্টার মধ্যেই ওই কিশোরীকে হত্যা করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

 

নিহত কিশোরীর বাবা জাকির হোসেন এরশাদ বিদেশে চাকরি করেন। বর্তমানে তিনি ছুটিতে দেশে আছেন। হত্যাকাণ্ডের বিষয়ে তিনি বলেন, ‘কী কারণে আমার মেয়েকে খুন করা হয়েছে আমি জানিনা। আর এতটুক একটা মেয়ের সঙ্গে কার শত্রুতা আছে জানিনা। আমার মেয়েকে যে নৃশংসভাবে খুন করা হয়েছে এটা একজনের কাজ নয়, খুনি একের অধিক হতে পারে।

 

তিনি বলেন, ‘বৃহস্পতিবার রাতে আমাদের সঙ্গেই রাবেয়া বড় ঘরে ঘুমিয়ে ছিল। আমাদের আলাদা আরেকটি ছোট ঘর রয়েছে। ওইটিতে সে ঘুমায় না। সকালে ঘুম থেকে ওঠে দেখি ঘরে মেয়ে নেই। তারপর ওই ছোট ঘরে গিয়ে দেখি খাটের ওপর তার গলাকাটা লাশ পড়ে আছে। তখন আমাদের চিৎকারে আশপাশের স্বজনরা ছুটে আসে। তখন পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। সেখান থেকে কুমিল্লা মেডকেল কলেজ মর্গে পাঠায়। আমার মেয়েকে যরা নৃশংসভাবে খুন করেছে আমি তাদের গ্রেফতার দাবি করছি।’

Last Updated on August 30, 2024 7:24 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102
error: Content is protected !!