ধর্ষিতার সাথে মোবাইল ফোনে যোগাযোগের সূত্র ধরে অবশেষে ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। কুমিল্লার মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের মাধবপুর গ্রামের আলাউদ্দিনের পুত্র মিনহাজ (১৯) এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার হয়।
রবিবার (২৩ আগস্ট) রাতে নারায়নগঞ্জ জেলার বন্দর থানার মদনপুর এলাকা থেকে মোবাইল ট্র্র্যাকিংয়ের মাধ্যমে তাকে গ্রেফতার করে মুরাদনগর থানা পুলিশ।
গত ১৩ আগষ্ট ওই কিশোরীকে ধর্ষণ করে মিনহাজ। বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হয় মিনহাজের পরিবার। পরে গত ১৮ আগষ্ট বুধবার রাতে ধর্ষিতা কিশোরীর মা বাদী হয়ে মুরাদনগর থানায় ধর্ষণ মামলা করেন।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমান জানান, মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে রবিবার রাতে নারায়নগঞ্জ জেলার মদনপুর এলাকা থেকে মুরাদনগর থানার এসআই সাইফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সোমবার (২৩ আগস্ট) দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে কুমিল্লা জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on August 23, 2021 7:26 pm by প্রতি সময়