কুমিল্লা জেলা পরিষদের মালিকাধীন মুরাদনগর উপজেলা সদরে আল্লাহ চত্বরের সামনে বাণিজ্যিক ভবনের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার এ বাণিজ্যিক ভবনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা -৩ আসনের সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন।
এ সময় উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু।
মুরাদনগর নোমান আহমেদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ তকদির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা তাসলিমুন নেছা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ আলাউদ্দিন ভূঁইয়া জনি। সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মোঃ নাসিম ইউসুফ, মোসা: মমতাজ বেগম, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী এস এম হেদায়েত, উপজেলা ভাইস চেয়ারম্যান এড,আবুল কালাম আজাদ তমাল
অনুষ্ঠানে মুরাদনগর উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান ও মার্কেটের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
Last Updated on November 10, 2023 9:46 pm by প্রতি সময়