কুমিল্লার মুরাদনগর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে ‘কিশোর-কিশোরী ক্লাব স্থাপন’ প্রকল্পের আওতায় ক্লাবের সদস্যদের অংশগ্রহণে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর মুরাদনগর উপজেলা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় মুরাদনগর উপজেলার ২২টি ইউনিয়নের ৬৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।
প্রতিযোগিতা শেষে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন ভূঁইয়া জনীর সভাপতিত্বে উপজেলা কবি নজরুল মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আউয়াল খন্দকার, যুব উন্নয়ন কর্মকর্তা কাজী মোঃ জিকরুর রহমান, একাডেমিক সুপারভাইজার কোহিনুর বেগম, জেলা ফিল্ড সুপারভাইজার মেহেদী হাসান, স্কাউট সম্পাদক ফরিদ উদ্দিন, ক্রেডিট সুপার ভাইজার মোঃ কামরুল হাসান ভূঁইয়া, জেন্ডার প্রোমোটার ওসমান গনি, মহসিন ভূঁইয়া, সাইফুল ইসলাম, সোহাগী আক্তার, জেসমিন আক্তার, শিল্পকলা একাডেমির প্রশিক্ষক আনিসুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
আলোচনা শেষে প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।
Last Updated on July 20, 2023 9:58 pm by প্রতি সময়