কুমিল্লার মুরাদনগরে সরকারি খাল দখলকারিদের সাত দিনের মধ্যে অবৈধ স্থাপনা অপসারণের নোটিশ দিয়েছেন মুরাদনগর উপজেলা প্রশাসন।
বুধবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুদার উপস্থিতিতে খালটি পরিমাপ করার পর অবৈধ দখলদারদের স্থাপনা সরাতে ৭দিনের নোটিশ প্রদান করেন তিনি।
মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের নবীপুর দক্ষিনপাড়া খালটি দখল নিয়ে বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশ হলে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুদা বলেন, খালটি পরিমাপ করার পর দখলদারদের ৭দিনের নোটিশ প্রদান করা হয়েছে। যদি দখলদাররা ৭দিনের মধ্যে স্থাপনা না সরায় তাহলে আমরা স্থাপনা উচ্ছেদ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেব। তাছাড়া মুরাদনগরে সরকারি জায়গা দখল করার সুযোগ নেই। খাল বা সরকারি জায়গা বেদখল হলে দখলকারীদের বিরুদ্ধে তাৎক্ষনিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
এসময় উপস্থিত ছিলেন,নবীপুর পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান ভিপি জাকির হোসেন, ইউনিয়ন ভূমি কর্মকর্তা শফিকুল ইসলাম মুরাদনগর থানার এসআই ওমর শাকিল, সার্ভেয়ার মো: শরিফুল প্রমুখ।
Last Updated on August 17, 2023 3:51 pm by প্রতি সময়