কুমিল্লা মুরাদনগরে গৃহবধূকে অচেতন করে বিবস্ত্র অবস্থায় ভিডিওধারন ও তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে টাকা দাবির অভিযোগে নাঈম (২৫) নামের এক যুবককে পর্নোগ্রাফি আইনে গ্রেফতার করেছে পুলিশ।
ভুক্তভোগী নারীর দায়ের করা মামলায় শনিবার সন্ধ্যায় মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের পান্তি গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক যুবক কুমিল্লার দেবিদ্বার উপজেলার গাংচর গ্রামের শাহজালাল মিয়ার ছেলে। সে পেশায় একজন গাড়ী চালক। মামলায় আটক যুবকের পিতা শাহজালাল ও একই গ্রামের জাকির হোসেন নামে এক যুবককে আসামি করা হয়।
থানায় দায়ের করা অভিযোগ সুত্রে জানা যায়, মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের পান্তি গ্রামের এক গৃহবধূর ঘরে গত ২০ অক্টোবর সন্ধ্যারাতে নাইম কৌশলে ঘরে ডুকে জোরপূর্বক ধর্ষন চেষ্টা ও অচেতন করে। পরে ওই গৃহবধূর বিবস্ত্র অবস্থার ভিডিও ধারন করে।
পরদিন ধারনকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে।
গৃহবধূ ঘটনাটি নাইমের বাবা শাহজালাল মিয়াকে জানালে সে উল্টো তার ছেলের দাবী মেনে নিতে বলে। ওই গৃহবধু ঘটনাটির প্রতিকার চেয়ে প্রায় ২০দিন ধরে বিভিন্ন ব্যক্তির কাছে ঘুরাঘুরি করে সহায়তা না পেয়ে শনিবার (১১ নভেম্ব) মুরাদনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে মুরাদনগর থানার ওসি প্রভাষ চন্দ্র ধর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহনের জন্য এসআই আলমগীর হোসেনকে দায়িত্ব প্রদান করেন। তদন্ত কর্মকর্তা শনিবার রাতে পান্তি এলাকায় অভিযান চালিয়ে আসামি নাইমকে আটক করে।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন গৃহবধূর অভিযোগ পেয়ে আসামিকে গ্রেফতার করে রোববার বিকেলে আদালতের মাধ্যমে কুমিল্লা জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় জড়িত বাকীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
Last Updated on November 12, 2023 10:20 pm by প্রতি সময়