কুমিল্লার মুরাদনগরের নবীপুর পশ্চিম ইউনিয়নের রহিমপুর গ্রামে গৃহবধূকে (২৪) ধর্ষন চেষ্টা মামলায় এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতার যুবকের নাম হাবিবুর রহমান। সে মুরাদনগর উপজেলার রহিমপুর গ্রামের মোঃ মজিবুর রহমানের ছেলে।
সোমবার (২ আগষ্ট) রাতে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করে মুরাদনগর থানার ওসি সাদেকুর রহমান জানান, ধর্ষণ চেষ্টার ঘটনায় গৃহবধূর দায়ের করা মামলায় হাবিবুরকে গ্রেফতার করে মঙ্গলবার (৩ আগষ্ট) দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, রবিবার রাত সাড়ে ১১টার দিকে ওই গৃহবধূ প্রতিদিনের মতো শাশুরির ঘর থেকে তার নিজ ঘরে ঘুমাতে যায়। রাত ২টার দিকে হাবিবুর রহমান তার সহযোগীদের সহায়তায় ঘরের জানালা ভেঙ্গে কেচি দিয়ে ওই গৃহবধূর শরীরের কাপর কেটে ধর্ষণের চেষ্টা করে।
এসময় গৃহবধূর চিৎকারে পাশের ঘরে থাকা লোকজন ওই ঘরে এলে হাবিবুর গৃহবধূর মোবাইল ফোনটি নিয়ে পালিয়ে যায়।
এঘটনায় ওই গৃহবধূ সোমবার রাতে মুরাদনগর থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে হাবিবুর রহমানকে গ্রেফতার করে।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on August 3, 2021 8:10 pm by প্রতি সময়