কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের দিঘীরপাড়ে পিত্রালয়ে বেড়াতে এসে ধর্ষনের শিকার হয়েছেন এক গৃহবধূ।এঘটনায় মামলা হওয়ার পর বহস্পতিবার (১ জুলাই) রাতে মেহেদী হাসান নামে এক যুবককে গ্রেফতার করে মুরাদনগর থানা পুলিশ।গ্রেফতার মেহেদী হাসান মুরাদনগর উপজেলার দারোরা গ্রামের দুলু মিয়ার ছেলে।
বিষযটির সত্যতা নিশ্চিত করে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাদেকুর রহমান বলেন, এ ঘটনায় ওই গৃহবধূর মা বাদী হয়ে বৃহস্পতিবার মামলা দায়ের করেন।পরে পুলিশ ধর্ষককে গ্রেফতার করে। শুক্রবার (২ জুলাই) দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
অভিযোগে সূত্রে জানা যায়, প্রায় আড়াই মাস আগে পিত্রালয়ে বেড়াতে আসেন ওই গৃহবধূ। সোমবার (২৮ জুন) রাত ৮টার দিকে বাড়ীর পাশের টিউবওয়েলে কাজ করতে গেলে একই এলাকার দুলু মিয়ার ছেলে মেহেদী হাসান (২৬) ওই গৃহবধূর মুখ চেপে ধরে পড়নে থাকা ওড়না দিয়ে হাত বেধে জোরপূর্বক ধর্ষণ করে।
এদিকে ওই গৃহবধূকে ঘরে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করতে থাকে পরিবারের লোকজন। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুর পাড় থেকে হাত বাধা ও অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে পরিবারের লোকজন।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on July 2, 2021 8:53 pm by প্রতি সময়