কুমিল্লার মুরাদনগরে উপজেলা প্রশাসনের কঠোর নজরদারির মধ্যেও থেমে নেই অবৈধভাবে ড্রেজার মেশিনের মাধ্যমে মাটি উত্তোলন। ইতোপূর্বে উপজেলা প্রশাসনের অভিযানে বেশ কয়েক বার ড্রেজার মেশিন জব্দসহ ভ্রাম্যমান আদালতের জেল-জরিমানা হলেও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রায় সময় মাটিখেকোরা তৎপর হয়ে উঠে।
বুধবার (১৮ আগস্ট) কৃষি জমি থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে মাটি উত্তেলন করছে এমন খবরে অভিযান চালায় মুরাদনগর উপেজেলা প্রশাসন।এসময় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।এছাড়া চারটি ড্রেজার মেশিন ও পাইপ জব্দ করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়,মুরাদনগরের কামাল্লা ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে ড্রেজার মেশিনের সাহায্যে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কেটে নিচ্ছিলে একটি গ্রুপ।খবর পেয়ে বুধবার সকালে কামাল্লা ও বাঙ্গরা (পশ্চিম) ইউনিয়নের কামাল্লা, কোদালকাটা গ্রামে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিষেক দাস এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন।
এসময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধভাবে মাটি কাটার দায়ে স্থানীয় কোদালকাটা গ্রামের মৃত কনু মিয়ার ছেলে শাহিন মিয়াকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং চারটি ড্রেজার মেশিন ও পাইপ জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাস বলেন, অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। কৃষি ও পরিবেশের ক্ষতি হয় এমন কোন কাজ করতে দেয়া হবে না। এধরণের কর্মকাণ্ড কোথাও পরিলক্ষিত হলে উপজেলা প্রশাসনকে অথবা থানা প্রশাসনকে অবহিত কার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on August 18, 2021 9:30 pm by প্রতি সময়