চতুর্থ শ্রেণী পড়ুয়া ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে মাদ্রাসার প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে কুমিল্লার মুরাদনগর থানা পুলিশ।
বৃহস্পতিবার রাতে ওই ছাত্রীর বাবার লিখিত অভিযোগের প্রেক্ষিতেমুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের সিংহারিয়া গ্রামের বাড়ি থেকে মাদ্রাসার প্রধান শিক্ষককে গ্রেফতার করা হয়। তিনি সিংহারিয়া হযরত ফাতেমাতুজ জোহরা (রাঃ) মহিলা মাদ্রাসার প্রধান শিক্ষক।
অভিযোগ সূত্রে জানা যায়, আব্দুল্লাহ বিভিন্ন অজুহাতে ছাত্রীদেরকে মাদ্রাসার পাশে থাকা তার নিজ ঘরে নিয়ে যেত। বৃহস্পতিবার ওই ছাত্রী মাদ্রাসায় গেলে ক্লাস রুমে জায়গার সংকট দেখিয়ে প্রধান শিক্ষক আব্দুল্লাহ তার নিজ ঘরে নিয়ে যায়। সেখানে পড়ানোর সময় ওই ছাত্রীকে কাউকে না বলার ভয় দেখিয়ে শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দেন।
পরে বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার রাতে ওই ছাত্রীর বাবা মুরাদনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ আজিজুল বারী ইবনে জলিল বলেন, অভিভাবকের অভিযোগে ওই শিক্ষককে গ্রেফতার করা হয়। নারী ও শিশু দমন আইনে মামলা হয়েছে। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Last Updated on September 1, 2023 11:35 pm by প্রতি সময়