বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রামের মৃত আলমগীর হোসেনের ছেলে স্কুল ছাত্র আমিরুল ইসলাম সাব্বিরের অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
নিহত সাব্বিরের পরিবারের অসহায়ত্বের কথা শুনে সুদুর তুরস্ক থেকে নেতাকর্মীদের মাধ্যমে পরিবারটিকে নগদ ৫০ হাজার টাকা প্রদান ও বসবাসের জন্য একটি ঘর নির্মাণ করে দিচ্ছেন তিনি।
শুক্রবার বিকেলে মুরাদনগর উপজেলা বিএনপির নেতাকর্মীদের মাধ্যমে সাব্বিরের মায়ের হাতে নগদ পঞ্চাশ হাজার টাকা তুলে দেওয়া হয় এবং তাদের বসবাসের জন্য ঘরের নির্মাণ কাজ শুরু হয়।
গুলিতে আহত হওয়ার পর সাব্বিরের চিকিৎসার সকল ব্যয়ভার বহন করেন সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। চিকিৎসাধীন অবস্থায় সাব্বির মারা যায়। এরপর পরিবারটির পাশে দাঁড়ান সাবেক এমপি কায়কোবাদ।
এছাড়াও আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে নিহত হওয়া মুরাদনগরের ৭জনের প্রতি পরিবারকে নগদ পঞ্চাশ হাজার টাকা করে আর্থিক সহায়তাসহ অন্যান্য সহযোগিতা করছেন সাবেক এমপি কায়কোবাদ।
মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের মিথ্যা মামলার শিকার হয়ে আমাদের প্রাণপ্রিয় নেতা কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ দাদা দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করছেন। বিদেশে থেকেও ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদ পরিবারের খোঁজ নিয়ে তাদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছেন।
Last Updated on November 2, 2024 7:36 pm by প্রতি সময়