কুমিল্লার মুরাদনগর উপজেলায় ড্রেজার ব্যবসাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মাসুম সরকার (৩৮) নামে এক যুবক খুন হয়েছে। নিহত মাসুম সরকার উপজেলার কামাল্লা গ্রামের আবু মিয়ার ছেলে। রবিবার বিকেলে উপজেলার কামাল্লা মাদ্রাসা এ ঘটনা ঘটে।
জানা যায়, শনিবার মাসুম সরকারের ড্রেজারের পাইপ ভেঙ্গে ফেললে সে এ বিষয়ে থানায় অভিযোগ করে। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও কামাল্লা ইউপি চেয়ারম্যানকে বিষয়টি অবগত করে। রবিবার বিকেলে কামাল্লা মাদ্রাসা মাঠে মাসুম সরকার ফুটবল খেলা দেখতে গেলে জহিরসহ অন্যান্য তার উপর হামলা করে। এসময় তাকে ছুরিকাঘাত করলে মাটিতে লুটিয়ে পরে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কত্যর্বরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
নিহতের ভাই মামুন সরকার জানান, মাসুম সরকার সহ আমরা তিনভাই দীর্ঘদিন বিদেশে ছিলাম। বিদেশে থাকা অবস্থায় আমাদের পরিবারের সাথে প্রতিবেশী ছিদ্দিকুর রহমানের ছেলে জহির, আমির হোসেন, জামির হোসেন ও টিটুর বিরোধ সৃষ্টি হয়। তারা বিভিন্ন সময়ে আমাদের পরিবারের সদস্যদের উপর হামলা করত। তাছাড়া জহির এলাকায় ড্রেজার ব্যবসা করত। পরে দেশে এসে আমার ভাই মাসুম সরকার ড্রেজার ব্যবসা শুরু করলে তারা বিভিন্ন সময়ে মাসুম সরকারের ড্রেজারের পাইপ বিনষ্ট করত। তাছাড়া মাসুম এলাকায় ড্রেজারের ব্যবসায় করায় জহিরের ব্যবসায় ভাটা পরে। এসব কারণে তারা আমার ভাইকে খুন করে। আমরা খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ আজিজুল বারী ইবনে জলিল বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছে।
Last Updated on July 30, 2023 10:06 pm by প্রতি সময়